Vastu Tips: বাড়ির এইদিকে লাগান অ্যালোভেরা কাজ, কেটে যাবে অর্থসংকট

Lifestyle Tips: অ্যালোভেরা গাছের একাধিক গুণ। কাজে লাগান ঠিক ভাবে

| Edited By: রেশমী প্রামাণিক

Oct 19, 2022 | 10:45 AM

1 / 6
পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ। আর তাই বাড়িতে কিছু না কিছু গাছ অবশ্যই লাগাবেন। ফল, ফুলের গাছ এখন অনেক বাড়িতেই থাকে।

পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ। আর তাই বাড়িতে কিছু না কিছু গাছ অবশ্যই লাগাবেন। ফল, ফুলের গাছ এখন অনেক বাড়িতেই থাকে।

2 / 6
কোভিড পরবর্তী কালে বাড়িতে ইন্ডোর প্ল্যান্ট লাগানোর ধুম বেড়েছে।  ঘরের ভেতর বা বাড়ির উঠোনের চারিদিকে সবুজের ছোঁয়া দেখতেও ভালো লাগে।

কোভিড পরবর্তী কালে বাড়িতে ইন্ডোর প্ল্যান্ট লাগানোর ধুম বেড়েছে। ঘরের ভেতর বা বাড়ির উঠোনের চারিদিকে সবুজের ছোঁয়া দেখতেও ভালো লাগে।

3 / 6
আগেকার দিনে অ্যালোভেরা গাছ বাড়িতে প্রচুর পরিমাণে লাগানো হত। এই ঘৃতকুমারী দেখতে যেমন সুন্দর তেমনই এর অনেক গুণও রয়েছে।

আগেকার দিনে অ্যালোভেরা গাছ বাড়িতে প্রচুর পরিমাণে লাগানো হত। এই ঘৃতকুমারী দেখতে যেমন সুন্দর তেমনই এর অনেক গুণও রয়েছে।

4 / 6
অ্যালোভেরা জেল আমাদের ত্বক এবং চুল ভালো রাখতে সাহায্য করে। তবে বাস্তু মেনে এই গাছ যদি লাগাতে পারেন তাহলে তাহলে ভাগ্য ফিরবে। যত্রতত্র এই গাছ লাগিয়ে ফেললেই যে কাজ হবে এমন কিন্তু নয়।

অ্যালোভেরা জেল আমাদের ত্বক এবং চুল ভালো রাখতে সাহায্য করে। তবে বাস্তু মেনে এই গাছ যদি লাগাতে পারেন তাহলে তাহলে ভাগ্য ফিরবে। যত্রতত্র এই গাছ লাগিয়ে ফেললেই যে কাজ হবে এমন কিন্তু নয়।

5 / 6
বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোভেরা গাছকে সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে লাগাতে হবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে কোন বড় গাছ দ্বারা এই গাছ আড়াল না হয়। অর্থাৎ এই গাছের উপরে সূর্যের আলো যেন সুন্দরভাবে পড়ে।

বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, অ্যালোভেরা গাছকে সবসময় পূর্ব বা উত্তর দিকে মুখ করে লাগাতে হবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে কোন বড় গাছ দ্বারা এই গাছ আড়াল না হয়। অর্থাৎ এই গাছের উপরে সূর্যের আলো যেন সুন্দরভাবে পড়ে।

6 / 6
এই গাছে মেপে জল দিতে হয়। খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। কড়া রোদও আবার সহ্য করতে পারে না অ্যালোভেরা গাছ। ব্যালকনিতে রাখলে সবচেয়ে ভাল।

এই গাছে মেপে জল দিতে হয়। খুব বেশি জল দেওয়ারও প্রয়োজন নেই। কড়া রোদও আবার সহ্য করতে পারে না অ্যালোভেরা গাছ। ব্যালকনিতে রাখলে সবচেয়ে ভাল।