
যে ভাবে ছড়াচ্ছে কোভিডের সংক্রমণ তাতে প্রতিদিন প্রচুর সংক্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে কোভিডে আক্রান্ত হলেও বেশিরভাগ কিন্তু বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। যেহেতু এই রোগ খুব ছোঁয়াচে, তাই সেরে ওঠার পর মেনে চলতে হবে বেস কিছু নিয়ম

বাথরুম খুব ভাল করে পরিষ্কার করতে হবে। কারণ এখান থেকেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায়। আক্রান্ত ব্যক্তি যে বাথরুম ব্যবহার করছেন সেই বাথরুমে যাতে অন্য কেউ না যায় সেদিকে খেয়াল রাখুন।

জীবাণুনাশক কিছু দিয়ে ভাল করে ঘর মুছে ফেলতে হবে।

বেডশিট, বালিশের কভার, পর্দা এসবও অবশ্যই কেচে নেবেন। ধরে ভাল করে স্যানিটাইজার স্প্রে করুন।

সাবান গোলা জল দিয়ে ধর মুছুন। এতে সবচেয়ে ভাল জীবাণু দূর হয়