Covid-19: ওমিক্রন থেকে সেরে ওঠার পর যে ভাবে ঘরদোর পরিষ্কার করবেন…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Jan 26, 2022 | 4:49 AM

ওমিক্রন যে খুবি ছোঁয়াচে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। আর তাই আক্রান্ত ব্য়ক্তির ব্যবহৃত তোয়ালে, গামছা, মগ, বালতি অন্য যাতে কেউ না ব্যবহার করে সেদিকে খেয়াল রাখুন

1 / 5
যে ভাবে ছড়াচ্ছে কোভিডের সংক্রমণ তাতে প্রতিদিন প্রচুর সংক্যক মানুষ আক্রান্ত  হচ্ছেন। তবে কোভিডে আক্রান্ত হলেও বেশিরভাগ কিন্তু বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। যেহেতু এই রোগ খুব ছোঁয়াচে, তাই সেরে ওঠার পর মেনে চলতে হবে বেস কিছু নিয়ম

যে ভাবে ছড়াচ্ছে কোভিডের সংক্রমণ তাতে প্রতিদিন প্রচুর সংক্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। তবে কোভিডে আক্রান্ত হলেও বেশিরভাগ কিন্তু বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। যেহেতু এই রোগ খুব ছোঁয়াচে, তাই সেরে ওঠার পর মেনে চলতে হবে বেস কিছু নিয়ম

2 / 5
বাথরুম খুব ভাল করে পরিষ্কার করতে হবে। কারণ এখান থেকেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায়। আক্রান্ত ব্যক্তি যে বাথরুম ব্যবহার করছেন সেই বাথরুমে যাতে অন্য কেউ না যায় সেদিকে খেয়াল রাখুন।

বাথরুম খুব ভাল করে পরিষ্কার করতে হবে। কারণ এখান থেকেই সবচেয়ে বেশি সংক্রমণ ছড়ায়। আক্রান্ত ব্যক্তি যে বাথরুম ব্যবহার করছেন সেই বাথরুমে যাতে অন্য কেউ না যায় সেদিকে খেয়াল রাখুন।

3 / 5
জীবাণুনাশক কিছু দিয়ে ভাল করে ঘর মুছে ফেলতে হবে।

জীবাণুনাশক কিছু দিয়ে ভাল করে ঘর মুছে ফেলতে হবে।

4 / 5
বেডশিট, বালিশের কভার, পর্দা এসবও অবশ্যই কেচে নেবেন। ধরে ভাল করে স্যানিটাইজার স্প্রে করুন।

বেডশিট, বালিশের কভার, পর্দা এসবও অবশ্যই কেচে নেবেন। ধরে ভাল করে স্যানিটাইজার স্প্রে করুন।

5 / 5
সাবান গোলা জল দিয়ে ধর মুছুন। এতে সবচেয়ে ভাল জীবাণু দূর হয়

সাবান গোলা জল দিয়ে ধর মুছুন। এতে সবচেয়ে ভাল জীবাণু দূর হয়

Next Photo Gallery