TV9 Bangla Digital | Edited By: megha
Dec 11, 2022 | 6:46 AM
শীতের দিনে এক কাপ কফি শরীরের তাপমাত্রা আর কাজ করার এনার্জি বাড়িয়ে তোলে। কফির মধ্যে থাকা ক্যাফেইন স্বাস্থ্যের উপর নানাভাবে প্রভাব ফেলে। কিন্তু এর বাইরেও কফির আরও যে গুণ রয়েছে, তা কি জানেন?
রূপচর্চা জগতে দিন দিন কফির গুরুত্ব বেড়ে উঠেছে। ত্বকের একাধিক সমস্যায় এখন কফিই ভরসা। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই উপাদানটি ত্বকের যত্ন কীভাবে ব্যবহার করবেন, রইল টিপস।
চোখের তলায় কালি পড়েছে? সারাতে পারে কফি। কফির গুঁড়ো সঙ্গে এক চামচ মধু মিশিয়ে চোখের তলায় ১৫ মিনিট লাগিয়ে রাখুন। টানা এক সপ্তাহ এই উপায়টি মেনে চললে আপনার ডার্ক সার্কেল উধাও হবে।
ব্রণর সমস্যায় দীর্ঘদিন ভুগছেন? ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে কফি। কফির সঙ্গে নারকেল তেল মিশিয়ে ত্বকের উপর লাগান। মিনিট দশেক রাখার পর হালকা হাতে স্ক্রাব করে ধুয়ে ফেলুন।
বয়সের সঙ্গে ত্বকের উপর দাগছোপ দেখা যায়। তাই বার্ধক্য এলেও কফির সঙ্গ ছাড়বেন না। কফির সঙ্গে দুধ, লেবুর রস এবং মধু মিশিয়ে ত্বকের উপর লাগান। ২০ মিনিট রাখার পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের জেল্লা বাড়বে।
শীতে ত্বক খসখসে হয়ে উঠেছে? অ্যালোভেরা জেলের সঙ্গে কফির গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগান। মিনিট পনেরো রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি যে কোনও আবহাওয়ায় ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে।