
আজ অভিনেত্রী দেবলীনা কুমারের জন্মদিন। স্ত্রীর জন্মদিনকে প্রেম দিবসে রূপান্তরিত করেছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়। কীভাবে?

তাঁদের বিয়ে পরবর্তী সময়ের স্মৃতিকে তাজা করে তুলেছেন গৌরব। শেয়ার করেছেন একাধিক ছবি। ক্যাপশনেও ভালবাসা উজাড় করে দিয়েছেন উত্তমকুমারের নাতি।

তিনি লিখেছেন, "আজ আমার বউয়ের জন্মদিন। তাই সকলের সামনে ভালবাসা উজাড় করে দিলাম।"

প্রেম প্রদর্শনে কোনও কালেই পিছপা ছিলেন না দেবলীনা-গৌরব। শোনা যায়, প্রথম দেখাতেই নাকি গৌরবকে মন দিয়ে বসেছিলেন দেবলীনা।

দু'বছর কেটে গিয়েছে বিয়ে করেছেন দেবলীনা-গৌরব। এখনও প্রথমদিনের মতোই রয়েছে তাঁদের একে-অপরের প্রতি ভালবাসা।