Sonam Kapoor: এই অভিনব কায়দায় প্রেগন্যান্সির খবর স্বামী আনন্দকে জানিয়েছিলেন সোনম… জানেন কি?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 22, 2022 | 4:39 PM

Sonam Kapoor Pregnancy: সদ্য মা হয়েছেন সোনম কাপুর। জন্ম দিয়েছেন ফুটফুটে পুত্রসন্তানের।

1 / 6
দাদু হয়েছেন 'দ্য এভার গ্রিন' অনিল কাপুর। ২০ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর। খুশির হাওয়া কাপুর ও আহুজা পরিবারে।

দাদু হয়েছেন 'দ্য এভার গ্রিন' অনিল কাপুর। ২০ অগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন সোনম কাপুর। খুশির হাওয়া কাপুর ও আহুজা পরিবারে।

2 / 6
এক অভিনব কায়দায় নিজের প্রেগন্যান্সির কথা আনন্দকে জানিয়েছিলেন সোনম। সম্প্রতি সেই ঘটনার কথা জানিয়েছেন অভিনেত্রী।

এক অভিনব কায়দায় নিজের প্রেগন্যান্সির কথা আনন্দকে জানিয়েছিলেন সোনম। সম্প্রতি সেই ঘটনার কথা জানিয়েছেন অভিনেত্রী।

3 / 6
সোনম যখন অন্তঃসত্ত্বা ছিলেন, আনন্দ ছিলেন ঘরবন্দি। তিনি করোনা সংক্রমিত ছিলেন। ছিলেন লন্ডনে। পাশের ঘরেই ছিলেন সোনম। স্বামীর কাছে তিনি যেতেও পারছিলেন না।

সোনম যখন অন্তঃসত্ত্বা ছিলেন, আনন্দ ছিলেন ঘরবন্দি। তিনি করোনা সংক্রমিত ছিলেন। ছিলেন লন্ডনে। পাশের ঘরেই ছিলেন সোনম। স্বামীর কাছে তিনি যেতেও পারছিলেন না।

4 / 6
আনন্দকে জ়ুম কল করেছিলেন সোনম। স্বামীকে সুখবর জানিয়েছিলেন জ়ুম কলে।

আনন্দকে জ়ুম কল করেছিলেন সোনম। স্বামীকে সুখবর জানিয়েছিলেন জ়ুম কলে।

5 / 6
তারপর গোটা পরিবারকে, বিশেষ করে বাবা-মায়েদের সুখবর জানান সোনম-আনন্দ।

তারপর গোটা পরিবারকে, বিশেষ করে বাবা-মায়েদের সুখবর জানান সোনম-আনন্দ।

6 / 6
কিছুদিন আগে অন্তঃসত্ত্বা অবস্থায় 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজ়নে এসেছিলেন সোনম।

কিছুদিন আগে অন্তঃসত্ত্বা অবস্থায় 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজ়নে এসেছিলেন সোনম।

Next Photo Gallery