TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Nov 04, 2021 | 9:42 AM
সামনের টেবিলে সাজানো পর পর প্রায় ছ’টা কেক। রেড ভেলভেট, চকোলেট, ম্যাঙ্গো- এক একটি কেকের এক এক রকমের স্বাদ। জন্মদিনে উপহার হিসেবে পাওয়া এতগুলো কেক কেটে সেলিব্রেশন শুরু করেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আরবানায় জন্মদিনের ঘরোয়া পার্টিতে শুভশ্রীর পরনে ছিল হলুদ রঙা ফুলস্লিভ শার্ট। কলমকারি স্কার্ট দিয়ে টিম আপ করেছিলেন। খোলা চুল, ট্রেন্ডি গয়নায় জন্মদিনে সেজেছিলেন নায়িকা।
ইউভানকে কোলে নিয়ে কেক কাটেন শুভশ্রী। ইউভান দৃশ্যতই অবাক। মায়ের জন্মদিন বোঝার মতো বয়স তার এখনও হয়নি। তবে ছবি দেখে অনুরাগীদের মনে হয়েছে গোটা বিষয়টা এনজয় করেছে সে।
শুভশ্রীর পাশেই ছিলেন রাজ চক্রবর্তী। ভার্চুয়াল দুনিয়ায় ছবি শেয়ার করে শুভশ্রীকে আগেই শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি। কেক কাটা হলে তিনিই প্রথম কেক খাইয়ে দেন স্ত্রীকে।
শুভশ্রীর পাশেই ছিলেন তাঁর শাশুড়ি মা। অর্থাৎ রাজ চক্রবর্তীর মা। ছিলেন শুভশ্রীর দিদি দেবশ্রী। অর্থার পরিবারের সদস্যদের উপস্থিতিতেই কেক কেটেছেন নায়িকা।
সুরকার, সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় উপস্থিত ছিলেন শুভশ্রীর ঘরোয়া জন্মদিনের পার্টিতে। জিতের সঙ্গে এখন রাজ-শুভশ্রীর কার্যত পারিবারিক সম্পর্ক।
দিনভর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা শুভশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি শুভ কামনা জানিয়েছেন টলিউডের সতীর্থরাও।