Hansika Motwani Controvery: ঠিক কীভাবে শিশুশিল্পী হনসিকা মোটওয়ানি এত তাড়াতাড়ি নারীতে রূপান্তরিত হয়েছিলেন, চমকে যাবেন সত্যি জানলে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 21, 2022 | 11:40 AM

Hansika Motwani: শিশু শিল্পী হনসিকা মোটওয়ানি। দুষ্টু-মিষ্টি মেয়ে। হঠাৎ করেই সে বড় হয়ে গেল সক্কলকে চমকে দিয়ে।

1 / 6
হৃত্বিক রোশন অভিনীত ছবি 'কই মিল গায়া' মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। সেই ছবিতে অভিনয় করেছিলেন শিশু শিল্পী হনসিকা মোটওয়ানি। দুষ্টু-মিষ্টি মেয়ে। হঠাৎ করেই সে বড় হয়ে গেল সক্কলকে চমকে দিয়ে।

হৃত্বিক রোশন অভিনীত ছবি 'কই মিল গায়া' মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। সেই ছবিতে অভিনয় করেছিলেন শিশু শিল্পী হনসিকা মোটওয়ানি। দুষ্টু-মিষ্টি মেয়ে। হঠাৎ করেই সে বড় হয়ে গেল সক্কলকে চমকে দিয়ে।

2 / 6
এত তাড়াতাড়ি কীভাবে বড় হলেন হনসিকা? আজও সেই প্রশ্ন মানুষকে ভাবায়...

এত তাড়াতাড়ি কীভাবে বড় হলেন হনসিকা? আজও সেই প্রশ্ন মানুষকে ভাবায়...

3 / 6
কেবল 'কই মিল গায়া' নয়। ছোটদের সিরিয়াল 'শাকা লাকা বুম বুম'-এও শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হনসিকা মোটওয়ানি। কেবল বড় হননি। রীতিমতো লাস্যময়ী, সুন্দরী নারীতে পরিণত হয় বড়পর্দায় ফিরেছেন অল্প সময়ের মধ্যে। হঠাৎ করেই। সেসময় তাঁকে দেখা যায় হিমেশ রেশমিয়ার 'আপ কা সুরুর'-এ। অনেকে নিজের চোখকে বিশ্বাসই করতে পারলেন না ইনিই সেই ছোট্ট হনসিকা।

কেবল 'কই মিল গায়া' নয়। ছোটদের সিরিয়াল 'শাকা লাকা বুম বুম'-এও শিশু শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন হনসিকা মোটওয়ানি। কেবল বড় হননি। রীতিমতো লাস্যময়ী, সুন্দরী নারীতে পরিণত হয় বড়পর্দায় ফিরেছেন অল্প সময়ের মধ্যে। হঠাৎ করেই। সেসময় তাঁকে দেখা যায় হিমেশ রেশমিয়ার 'আপ কা সুরুর'-এ। অনেকে নিজের চোখকে বিশ্বাসই করতে পারলেন না ইনিই সেই ছোট্ট হনসিকা।

4 / 6
কীভাবে এত কম সময়ে বড়দের মতো দেখতে হতে পারেন হনসিকা, তা নিয়ে অনেকে অনেক কিছু বলেন। কিন্তু ধরেই নেওয়া হয়েছে বড়-বড় দেখতে লাগানোর জন্য হরমোনের ইনজেকশন নিয়েছিলেন হনসিকা।

কীভাবে এত কম সময়ে বড়দের মতো দেখতে হতে পারেন হনসিকা, তা নিয়ে অনেকে অনেক কিছু বলেন। কিন্তু ধরেই নেওয়া হয়েছে বড়-বড় দেখতে লাগানোর জন্য হরমোনের ইনজেকশন নিয়েছিলেন হনসিকা।

5 / 6
যে কারণে হঠাৎ করেই পরিণত রূপা নারীতে রূপান্তরিত হন একদিন। কিন্তু এত তাড়া কেন ছিল হনসিকার?

যে কারণে হঠাৎ করেই পরিণত রূপা নারীতে রূপান্তরিত হন একদিন। কিন্তু এত তাড়া কেন ছিল হনসিকার?

6 / 6
এসবই নাকি হনসিকা করেছিলেন সিনেমায় হিরোইন হওয়ার জন্য।

এসবই নাকি হনসিকা করেছিলেন সিনেমায় হিরোইন হওয়ার জন্য।

Next Photo Gallery