TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Oct 06, 2021 | 7:21 PM
আজ মহালয়া। পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের সূচনা। একদিকে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। অন্যদিকে দেবী দুর্গার আবাহন। নিজের মতো করে পালন করলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক।
এ দিন সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন কাঞ্চন। তিনি লিখেছেন, “আজ মহালয়ার সকালে, আমার আদিনিবাস কালীঘাট গঙ্গার পাশে বসে যখন মা-বাবার তর্পণ করে গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল মাথায় নিয়ে উঠলাম,তখন বড় বাবা আর মায়ের কথা মনে পড়ছিল। মাকে বড্ড মিস করছিলাম।”
“ওখান থেকে বেরিয়ে আমাদেরই পাড়ার অকালে প্রয়াত শিল্পী অরুণ কুমার পালের গোলায় ঢুকলাম। আমি মাকে মিস করছিলাম, পেয়ে গেলাম অনেক মাকে!”
“সকল মায়েরা বিভিন্ন মণ্ডপে যাওয়ার জন্য সজ্জিত হয়ে রয়েছেন। সেই মায়ের সঙ্গে দেখা হল...কথা হল...মনে মনে কথা হল। মনে মনে মা বললেন, দুঃখ করিস না..আমি এসে গিয়েছি..আজ থেকে দেবীপক্ষ, আজ থেকে কাউন্টডাউন শুরু!”
“সব দুঃখ ভুলে গেলাম। মা মনে করিয়ে দিলেন মা আসছেন। আমার জন্য নয়, তোমার জন্য, আমাদের সবার জন্য আসছেন।”
“আপনাদের সবাইকে জানাই মহালয়া আর শারদীয়ার শুভেচ্ছা।”
“মা আসছেন। আনন্দে থাকুন। ভাল থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।”