Chak De India: ছবি মুক্তির ১৫ বছর পর কী করছেন ‘চাক দে ইন্ডিয়া’র পর্দার খেলোয়াড়রা?
১৫ বছর আগে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার ছবি 'চাক দে ইন্ডিয়া'। মহিলাদের হকি নিয়ে ছিল সেই ছবি। ছবিতে ছিলেন একদল অভিনেত্রী। তাঁদের মধ্যেই কেউ কেউ আবার সরাসরি হকি খেলার সঙ্গে যুক্তও ছিলেন।