TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Aug 01, 2022 | 10:13 PM
কখনও সামনে উঠে আসে এটি শাহরুখ খান, কখনও আবার রণবীর সিং। তবে সেটা যে হৃত্বিক হতে পারে অনেকেই প্রথমটায় তা অনুমান করেননি। তবে জল্পনায় ঘি ঢেলে এবার কোন ইঙ্গিত দিলেন হৃত্বিক রোশন!
সামান্থা ৫০ কোটি টাকা নিয়েছিসেন। তবে এই নিয়ে চর্চা সিনে দুনিয়ায় যতনা হয়, তার থেকে বেশি হয় সোশ্যাল মিডিয়ার পাতায়। এখানেই একজন লিখে বসেন, সেকেন্ড হ্যান্ড, ট্যাক্স ফ্রি ৫০ কোটি এক পুরুষের থেকে হাতিয়ে নিলেন।
তারই মাঝে একাধিক ছবির খবর নিয়ে ভাইরাল হৃত্বিক রোশন। ফাইটার থেকে শুরু করে রামায়ণ, তাঁর আগামী ছবি ঘিরে এখন নানা জল্পনা বি-টাউনে। এরই মাঝে অন্যতম ছবির নাম হল ব্রহ্মাস্ত্র। শোনা যায় ব্রহ্মাস্ত্র ২ ছবির প্রস্তাব ছিল তাঁর কাছেই।
প্রথম থেকেই দেব চরিত্রটি অজানা অচেনা। ব্রহ্মাস্ত্র ছবির পার্ট ১-এ এই চরিত্রকে নিয়ে একাধিক গল্প বলা থাকলেও সেই চরিত্রটি কে তা সামনে আনা হয়নি। ফলে নানা জল্পনা ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়।
এতেই বেজায় চটে যান সামান্থা। উত্তর দিয়ে বসেন কমেন্ট বক্সে। লেখেন কোমড়ওয়ালি দুকানদার, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। সামান্থা এখন কেরিয়ার নিয়ে বেজায় ব্যস্ত।
গত বছর থেকে খবরের কেন্দ্রে আছে সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন। ২০২১ সালের মাঝামাঝি সামান্থার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে তাঁর স্বামী নাগা চৈতন্যর। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেরাই জানিয়েছিলেন সামান্থা ও নাগা।