গান পিছু ১০০ টাকা নিতেন লতা, শেষ পর্যন্ত কত জমাতে পেরেছিলেন গায়িকা?

Lata Mangeshkar Fees: তাঁর গাড়ি বা অন্যান্য জিনিস এখন তাঁর পরিবারের সকলে মিলেই ব্যবহার করে থাকেন। কিছু জিনিস যত্নে তুলেও রাখা আছে। যা ব্যবহার করতেন লতাজি। পরবর্তীতে যদি কেই তা নিয়ে কোনও মিউডিয়াম কিংবা সংরক্ষণ শালা করেন, সেখানে সেই সমস্ত জিনিস দেওয়া হবে বলেই জানা গিয়েছিল পরিবার সূত্রে।

| Updated on: Feb 06, 2024 | 2:45 PM
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সুরের জগতে তিনি অমর। ৬ ফেব্রুয়ারি সকলকে কাঁদিয়ে পারি দিয়েছিলেন পরলোকে। তাঁর গান আজও দর্শক মনে সেরার সেরা। যেথেও যাবে যুগের পর যুগ। তাঁর কণ্ঠস্বরে সকলেই ছিলেন মুগ্ধ।

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। সুরের জগতে তিনি অমর। ৬ ফেব্রুয়ারি সকলকে কাঁদিয়ে পারি দিয়েছিলেন পরলোকে। তাঁর গান আজও দর্শক মনে সেরার সেরা। যেথেও যাবে যুগের পর যুগ। তাঁর কণ্ঠস্বরে সকলেই ছিলেন মুগ্ধ।

1 / 8
যে কোনও বয়সের অভিনেত্রীর কণ্ঠে সুর দিতে পারতেন তিনি। বয়স যাঁর কণ্ঠের কাছে ছিল একটা সংখ্যা মাত্র। তবে তিনি বিয়ে করেননি। ফলে নেই কোনও উত্তরসুরীও।

যে কোনও বয়সের অভিনেত্রীর কণ্ঠে সুর দিতে পারতেন তিনি। বয়স যাঁর কণ্ঠের কাছে ছিল একটা সংখ্যা মাত্র। তবে তিনি বিয়ে করেননি। ফলে নেই কোনও উত্তরসুরীও।

2 / 8
ফলে তাঁর মৃত্যুর পরই অনেকের মনে প্রশ্ন জেগেছিল লতা মঙ্গেশকরের রেখে যাওয়া সম্পত্তির বর্তমান মালিক কে বা কারা হবেন? যদিও লতা মঙ্গেশকর নিজেই সবটা ঠিক করে দিয়ে গিয়েছিলেন।

ফলে তাঁর মৃত্যুর পরই অনেকের মনে প্রশ্ন জেগেছিল লতা মঙ্গেশকরের রেখে যাওয়া সম্পত্তির বর্তমান মালিক কে বা কারা হবেন? যদিও লতা মঙ্গেশকর নিজেই সবটা ঠিক করে দিয়ে গিয়েছিলেন।

3 / 8
লতা মঙ্গশকর মানেই কালজয়ী গান, তবে জানেন কি, ছয়-সত্তরের দশকে তিনি একটি গান গেয়ে পেতেন মাত্র ১০০ টাকা করে। পরবর্তীতে যা বাড়তে বাড়তে অনেকটাই টাকার অঙ্ক দাঁড়ায়।

লতা মঙ্গশকর মানেই কালজয়ী গান, তবে জানেন কি, ছয়-সত্তরের দশকে তিনি একটি গান গেয়ে পেতেন মাত্র ১০০ টাকা করে। পরবর্তীতে যা বাড়তে বাড়তে অনেকটাই টাকার অঙ্ক দাঁড়ায়।

4 / 8
মোট ২০০ কোটির সম্পত্তি ছিল তাঁর। লতা মঙ্গেশকরের আইনজীবীর কথা অনুযায়ী, তাঁর সমস্ত সম্পত্তি তাঁর ট্রাস্টে চলে যাবে। তাঁর বাবার নামেই তিনি একটি ট্রাস্ট চালাতেন।

মোট ২০০ কোটির সম্পত্তি ছিল তাঁর। লতা মঙ্গেশকরের আইনজীবীর কথা অনুযায়ী, তাঁর সমস্ত সম্পত্তি তাঁর ট্রাস্টে চলে যাবে। তাঁর বাবার নামেই তিনি একটি ট্রাস্ট চালাতেন।

5 / 8
সমস্ত সম্পত্তি সেখানেই চলে যাবে বলে প্রাথমিক সূত্রে খবর। আবার কখনও শোনা গিয়েছিল, এই সম্পত্তি নাকি পেতে চলেছেন তাঁর ভাই বোনেদের মধ্যে কেউ।

সমস্ত সম্পত্তি সেখানেই চলে যাবে বলে প্রাথমিক সূত্রে খবর। আবার কখনও শোনা গিয়েছিল, এই সম্পত্তি নাকি পেতে চলেছেন তাঁর ভাই বোনেদের মধ্যে কেউ।

6 / 8
কিন্তু কে পাচ্ছেন, সময়ই সেই উত্তর দেবে। যদিও ট্রাস্টের টাকায় এখনই কারও কোনও অধিকার নেই। সেই টাকা সংরক্ষিত রয়েছে সেখানের জন্যই। পরবর্তীতে কী হবে, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রয়াত গায়িকার আইনজীবী।

কিন্তু কে পাচ্ছেন, সময়ই সেই উত্তর দেবে। যদিও ট্রাস্টের টাকায় এখনই কারও কোনও অধিকার নেই। সেই টাকা সংরক্ষিত রয়েছে সেখানের জন্যই। পরবর্তীতে কী হবে, তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি প্রয়াত গায়িকার আইনজীবী।

7 / 8
যদিও তাঁর গাড়ি বা অন্যান্য জিনিস এখন তাঁর পরিবারের সকলে মিলেই ব্যবহার করে থাকেন। কিছু জিনিস যত্নে তুলেও রাখা আছে। যা ব্যবহার করতেন লতাজি।

যদিও তাঁর গাড়ি বা অন্যান্য জিনিস এখন তাঁর পরিবারের সকলে মিলেই ব্যবহার করে থাকেন। কিছু জিনিস যত্নে তুলেও রাখা আছে। যা ব্যবহার করতেন লতাজি।

8 / 8
Follow Us:
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...