২০২৫-কে স্বাগত জানাতে গিয়ে ভারতবাসী কত গ্যালন মদ খেল জানেন?
ঈপ্সা চ্যাটার্জী |
Jan 02, 2025 | 5:56 AM
Alcohol Sell: ২০২৩ সালের ৩১ ডিসেম্বর রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল দিল্লি-এনসিআরে। একদিনেই ২৪ লাখ মদ বিক্রি হয়েছিল। উত্তর প্রদেশে বিক্রি হয়েছিল ৭০০ কোটি টাকার মদ।
1 / 6
দেখতে দেখতেই শেষ আরও একটা বছর। আজ থেকে সূচনা হল নতুন বছরের। প্রতি বছরই বর্ষবরণের রাত ও নববর্ষে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়। এ বছরও তার ব্যতিক্রম হল না।
2 / 6
২০২৩ সালের ৩১ ডিসেম্বর রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল দিল্লি-এনসিআরে। একদিনেই ২৪ লাখ মদ বিক্রি হয়েছিল। উত্তর প্রদেশে বিক্রি হয়েছিল ৭০০ কোটি টাকার মদ।
3 / 6
২০২৪ সালের প্রথম দিনেও রেকর্ড মদ বিক্রি হয়েছিল। ২১ লাখেরও বেশি মদের বোতল বিক্রি হয়েছিল একদিনে।
4 / 6
২০২৪ সালে ৩১ ডিসেম্বর ২০ লাখ ৩০ হাজার মদের বোতল বিক্রি হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাস জুড়েই শুধু দিল্লিতে ৫ কোটিরও বেশি মদের বোতল বিক্রি হয়েছে।
5 / 6
নিউ ইয়ারের আগেই তেলঙ্গানায় ৪০২ কোটি টাকার বিক্রি হয়েছে। তবে ২০২৩ সালে এর থেকেও ১৫ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছিল।
6 / 6
আজও দেশের কম-বেশি সকল রাজ্যেই মদের দোকানে ভিড় রয়েছে। নববর্ষেও ব্যাপক হারে বিক্রি হচ্ছে মদ। দিল্লি, গুরুগ্রাম সহ একাধিক শহরে ভোর ৫টা অবধি মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।