রাত বিরেতের খিদে হোক বা বাড়িতে কোনও খাবার না থাকলে আর কষ্ট করে রান্নাঘরে হাতা-খুন্তি নাড়তে হয় না। মোবাইলে অ্যাপ খুলে এক ক্লিক করলেই, আধ ঘণ্টার মধ্যেই পছন্দসই খাবার হাজির।
অনলাইনে খাবার অর্ডার করা এখন নিত্য-নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে শহুরে মানুষের। সুইগি, জ্যোমাটো রয়েছে প্রায় সবার মোবাইলেই।
পছন্দসই খাবার তো অর্ডার করছেন। আপনার এক একটা অর্ডারে জ্যোমাটো কত টাকা আয় করে জানেন?
সম্প্রতিই জ্যোমাটোর সিইও দীপিন্দর গয়াল একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, প্রতি অর্ডার পিছু জ্যোমাটো কত টাকা আয় করে।
তিনি জানিয়েছিলেন, প্রতি অর্ডার পিছু জ্যোমাটো ২০ শতাংশ লাভ করে।
ধরুন, আপনি ৪০০ টাকার খাবার অর্ডার দিয়েছেন, তাহলে সেই খাবারের ২০ শতাংশ দাম, অর্থাৎ ৮০ টাকা জ্যোমাটো লাভ বাবদ পায়।
অনেক সময় অর্ডারের দূরত্বের ভিত্তিতেও আয়ের অঙ্ক নির্ভর করে।