
যে কোনও আয়ই আয়করের অধীনে আসে। আর আয়কর আইন অনুযায়ী লটারি বা কোনও প্রতিযোগিতায় জেতা সমস্ত অর্থই কর যোগ্য আয় বলে বিবেচিত হয়।

আয়কর আইন ১৯৬১ অনুযায়ী লটারি বা অন্য কোনও ভাবে জেতা অর্থও করযোগ্য। ফলত, এখানে লটারি থেকে জেতা অর্থ অন্যান্য উৎস থেকে প্রাপ্ত আয় হিসাবে গণ্য করা হয়।

কিন্তু আপনি যদি লটারিতে ১ কোটি বা ১০ লক্ষ টাকা যেতেন তাহলে তার উপর কত কর দিতে হবে? বা আপনি আসলে কত টাকা পাবেন?

আয়কর আইন অনুযায়ী লটারি বা অন্য উৎস থেকে আয়ের উপর ৩০ শতাংশ কর দিতে হয়। যেহেতু এটি কোনও সাধারণ আয় নয়, তাই এতে সাধারণ ছাড়া দেওয়া হয় না।

লটারিতে কেউ যদি ১০ লক্ষের বেশি জেতে তাহলে তার উপর একটা বাড়তি সারচার্জ আরোপ করা হয়। কেউ যদি তার বেশি জেতে, তাহলে তার উপর সরাসরি ৩০ শতাংশ আয়কর আরোপ হয়।

এই আয়করের পরও ১০ শতাংশ সারচার্জ দিতে হবে। এ ছাড়াও সেস বা উচ্চ শিক্ষা সেসের মতো করও দিতে হয়।

এই সমস্ত ধরণের কর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা হবে না। এই টাকা আপনার প্রাপ্য টাকা থেকে কেটে নেবে লটারি সংস্থাই।

যখনই কেউ ১ কোটি টাকা জিতবে। প্রথমেই ৩০ শতাংশ অর্থাৎ, ৩০ লক্ষ টাকা কেটে নেওয়া হবে কর হিসাবে। তার উপর বসবে সেস বা উচ্চ শিক্ষা সেসের মতো কর।

১ কোটি টাকার উপর সব মিলিয়ে প্রায় ৩৪ লক্ষ ২০ হাজার টাকার মতো কর নেবে সরকার। এ ছাড়াও আরও টুকটাক এটা ওটা করও নেয় সরকার।

অর্থাৎ, ১ কোটি টাকা লটারি জেতার পর সব কর দেওয়ার পর বিজয়ী মোট ৬৫ লক্ষ টাকা পাবেন তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর যদি ওই বিজয়ী ১০ লক্ষ টাকা বা তার কম যেতেন তাহলে তাঁকে কর হিসাবে তেমন কিছু দিতে হয় না।