TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Apr 04, 2023 | 1:26 PM
ছোট থেকেই প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় নিয়ে খুব একটা উৎসাহী ছিলেন না। কোনওদিন ভাবেননি সেভাবে তিনি অভিনয়ে আসতে পারেন।
কোনও পরিকল্পনাই করেননি তিনি। এমন কি পরিবারের কেউ এই বিষয় কখনও ভাবেনি। প্রিয়াঙ্কা নিজের বায়োপিকে লেখেন, ছোটবেলায় তাঁর ভাই তাঁর উৎসাহ ছিলেন।
একবার তাঁর ভাই মা-বাবার ঘরে ঢুকে বেশ কিছু প্রশ্ন করে। তখন থেকেই ভাগ্য ঘুরে যায় প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে নিয়ে তাঁর ভাই মাকে প্রশ্ন করে, দিদির উচ্চতা কত?
মা মধু চোপড়া জানিয়েছিলেন ৫.৭ ফুট। শুনে তাঁর ভাই বলেন দিদির কি সত্যি বয়স ১৭ বছর? প্রিয়াঙ্কা চোপড়ার মা হলেছিলেন হ্যাঁ।
এখানেই থামেননি প্রিয়াঙ্কার ভাই। তিনি আরও জানতে চেয়েছিলেন, তুমি কি মনে করো দিদি সুন্দর? তাঁর মা বলেছিলেন হ্যাঁ, বিশ্বাস করি।
তাঁর মা জানতে চেয়েছিলেন, কেন, তার উত্তরে একটি ম্যাগাজিন এগিয়ে তাঁর ভাই বলেছিলেন মিস ইন্ডিয়াতে তবে কেন অংশগ্রহণ করছেন না প্রিয়াঙ্কা?
তারপর প্রিয়াঙ্কার মাথায় বিষয়টা আসে ও তাঁর ভাইয়ের উদ্যোগে পরিবারের সকলে রাজি হয়ে যায়। এরপরই ভাগ্য ঘোরে প্রিয়াঙ্কার বলেই জানান তিনি।
সেই প্রিয়াঙ্কাই এখন গোটা বিশ্বে ঝড় তুলেছেন তাঁর ফ্যাশন স্টেটমেন্টে। আর অভিনয়! প্রিয়াঙ্কার ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে।