WTC Final 2021: WTC ফাইনালে বিরাটদের সফরনামা
অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। তার পরই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। গত ২ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ভারত ও নিউজিল্যান্ড ফাইনালে পৌঁছেছে। আজ, সাউদাম্পটনে শুরু হবে কোহলি বনাম উইলিয়ামসন দ্বৈরথ। WTC ফাইনাল শুরু হওয়ারর আগে এক নজরে দেখে নেওয়া যাক বিরাটদের WTC সফরনামা...
1 / 6
২০১৯ সালের অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২-০ সিরিজ জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করে বিরাট কোহলিরা। ওই সিরিজে সব থেকে বেশি উইকেট নেন জসপ্রীত বুমরা (১৩ উইকেট)। সব থেকে বেশি রান করেন হনুমা বিহারী (২৮৯ রান)।
2 / 6
২০১৯ সালের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাঠে ৩-০ সিরিজ জয়। ওই সিরিজে সব থেকে বেশি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন (১৫ উইকেট)। সব থেকে বেশি রান করেন রোহিত শর্মা (৫২৯ রান)।
3 / 6
২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাঠে ২-০ সিরিজ জয়। ওই সিরিজে সব থেকে বেশি উইকেট নেন ইশান্ত শর্মা (১২ উইকেট)। সব থেকে বেশি রান করেন মায়াঙ্ক আগারওয়াল (২৫৭ রান)।
4 / 6
২০২০ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে ০-২ সিরিজ পরাস্ত। ওই সিরিজে সব থেকে বেশি উইকেট নেন জসপ্রীত বুমরা (৬ উইকেট)। সব থেকে বেশি রান করেন মায়াঙ্ক আগারওয়াল (১০২ রান)।
5 / 6
২০২০-২১-র ডিসেম্বর-জানুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে ২-১ সিরিজ জয়। ওই সিরিজে সব থেকে বেশি উইকেট নেন মহম্মদ সিরাজ (১৩ উইকেট)। সব থেকে বেশি রান করেন ঋষভ পন্থ (২৭৪ রান)।
6 / 6
২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে ৩-১ সিরিজ জয়। ওই সিরিজে সব থেকে বেশি উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন (৩২ উইকেট)। সব থেকে বেশি রান করেন রোহিত শর্মা (৩৪৫ রান)।