TV9 Bangla Digital | Edited By: megha
Feb 25, 2022 | 1:59 PM
লিপস্টিক লাগানোর আগে ঠোঁটকে তৈরি করুন। এর জন্য প্রথমে চিনি দিয়ে ঠোঁট স্ক্রাব করে নিন।
বাজারে একাধিক লিপ প্রাইমার পাওয়া যায়। লিপস্টিক যাতে স্মাজ না হয় তার জন্য লিপ প্রাইমার ব্যবহার করতে পারেন। তাছাড়া অ্যালোভেরা জেলকেও আপনি ব্যবহার করতে পারেন প্রাইমার হিসাবে।
লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপ বাম লাগান। লিপস্টিক লাগানোর ১০ মিনিট আগে লিপবাম লাগালে ঠোঁটে পুরোপুরি সেট হয়ে যায়। এতে লিপস্টিক পরলে স্মাজ করে না। লিপস্টিক ব্যবহারের আগে লিপবাম ব্যবহার করলে ঠোঁট হাইড্রেট থাকে।
মহিলারা প্রায়ই লিপ লাইনারের গুরুত্ব উপেক্ষা করেন। কিন্তু লিপ লাইনার ঠোঁটের গ্যাপকে পূরণ করে এবং ঠোঁটকে সম্পূর্ণ লুক দেয় এবং লিপস্টিক সেট করে। লিপ লাইনার ঠোঁটের সীমানার গ্যাপকে পূরণ করে তাতে লিপস্টিক স্মাজ হওয়ার সম্ভাবনা কমে যায়।
ম্যাট লিপস্টিক ব্যবহার করুন, এতে স্মাজ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। অনেকেই মনে করেন যে ম্যাট লিপস্টিক ঠোঁটকে শুষ্ক করে দেয়। তাই লিপবাম ব্যবহার করা আবশ্যক।
আর আপনার যদি শুষ্ক ঠোঁট হয়ে থাকে তাহলে ম্যাট লিপস্টিক পরবেন না। এর বদলে ক্রিমি টেক্সচারের লিপস্টিক বেছে নিন।
ঠোঁটে সামান্য পাউটি লুক আনতে চাইলে হালকা করে লিপগ্লস লাগিয়ে নিতে পারেন। যদি আপনি ক্রিমি টেক্সচারের লিপস্টিক ব্যবহার করেন তাহলে লিপস্টিক লাগানোর পর ঠোঁটের ওপর একটি ট্রান্সপারেন্ট টিস্যু রেখে তারপর ব্রাশ দিয়ে লুস পাউডার প্রয়োগ করুন। এতেও আপনি ম্যাট লুক পেয়ে যাবেন।