Special Force: ভারতের সাধারণ সেনাবাহিনী গুরু হলে, এই বিশেষ বাহিনী মহাগুরু! এঁদের জন্যই ভারতকে ডরায় দুনিয়া

Special Force: পরিসংখ্যান বলছে এঁদের নির্বাচন পরীক্ষা এতটাই শক্ত যে মোট আবেদনকারীদের মাত্র ২ থেকে ৫ শতাংশ এই বিশেষ বাহিনীতে যোগদান করতে পারেন।

Feb 06, 2025 | 4:40 PM

1 / 9
জলে-স্থলে এবং অন্ত্যরীক্ষে, ভারতের উপর যখনই নেমে এসেছে বিপদের খাঁড়া, গর্জে উঠেছে ভারতীয় সেনা। কাশ্মীর থেকে কন্যা কুমারী, কচ্ছে থেকে কোহিমা নিজেদের জীবনকে তুচ্ছ করে দেশের নিজেকে বারবার উৎসর্গ করেছেন ভারতের জওয়ানরা। সেই সেনাবাহিনীর আরও একটি শাখা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্যারা কমান্ডো। এই প্রতিবেদনে কথা বলব তাঁদের নিয়েই।

জলে-স্থলে এবং অন্ত্যরীক্ষে, ভারতের উপর যখনই নেমে এসেছে বিপদের খাঁড়া, গর্জে উঠেছে ভারতীয় সেনা। কাশ্মীর থেকে কন্যা কুমারী, কচ্ছে থেকে কোহিমা নিজেদের জীবনকে তুচ্ছ করে দেশের নিজেকে বারবার উৎসর্গ করেছেন ভারতের জওয়ানরা। সেই সেনাবাহিনীর আরও একটি শাখা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত প্যারা কমান্ডো। এই প্রতিবেদনে কথা বলব তাঁদের নিয়েই।

2 / 9
প্যারা কমান্ডো হল ভারতীয় সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টের একটি বিশেষ বাহিনী বা ইউনিট। ভারতীয় সেনার শৌর্য্যের আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় বিশেষ এই বাহিনী। যে কাজ সাধারণ বাহিনীর সাধ্যের বাইরে, তাই অনায়াসে করে দেখায় মেরুন টুপিধারীরা। শত্রুদের বিরুদ্ধে যে কোনও পরিস্থিতিতে মৃত্যুদূত হয়ে আসতে পারে এই বাহিনী।

প্যারা কমান্ডো হল ভারতীয় সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টের একটি বিশেষ বাহিনী বা ইউনিট। ভারতীয় সেনার শৌর্য্যের আরও কয়েক গুণ বাড়িয়ে দেয় বিশেষ এই বাহিনী। যে কাজ সাধারণ বাহিনীর সাধ্যের বাইরে, তাই অনায়াসে করে দেখায় মেরুন টুপিধারীরা। শত্রুদের বিরুদ্ধে যে কোনও পরিস্থিতিতে মৃত্যুদূত হয়ে আসতে পারে এই বাহিনী।

3 / 9
দেশের শত্রুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ধ্বংস করতে প্যারা কমান্ডোর জুড়ি মেলা ভার। বিশেষ এবং জটিল মিশনের জন্য নির্বাচন করা হয় এঁদের। তাই এই বাহিনীতে নির্বাচন প্রক্রিয়া কিন্তু অত্যন্ত কঠিন। প্যারা কমান্ডোদের কখনও নিয়োগ সরাসরি  হয় আবার কখনও ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হয়।

দেশের শত্রুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের ধ্বংস করতে প্যারা কমান্ডোর জুড়ি মেলা ভার। বিশেষ এবং জটিল মিশনের জন্য নির্বাচন করা হয় এঁদের। তাই এই বাহিনীতে নির্বাচন প্রক্রিয়া কিন্তু অত্যন্ত কঠিন। প্যারা কমান্ডোদের কখনও নিয়োগ সরাসরি হয় আবার কখনও ভারতীয় সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হয়।

4 / 9
পরিসংখ্যান বলছে এঁদের নির্বাচন পরীক্ষা এতটাই শক্ত যে মোট আবেদনকারীদের মাত্র ২ থেকে ৫ শতাংশ এই বিশেষ বাহিনীতে যোগদান করতে পারেন। সরাসরি নিয়োগের ক্ষেত্রে, বেসামরিক থেকে সেনাবাহিনী সমাবেশের মাধ্যমে  জওয়ান নিয়োগ করা হয়। তাদের প্রশিক্ষণ দেওয়া হয় বেঙ্গালুরুতে।

পরিসংখ্যান বলছে এঁদের নির্বাচন পরীক্ষা এতটাই শক্ত যে মোট আবেদনকারীদের মাত্র ২ থেকে ৫ শতাংশ এই বিশেষ বাহিনীতে যোগদান করতে পারেন। সরাসরি নিয়োগের ক্ষেত্রে, বেসামরিক থেকে সেনাবাহিনী সমাবেশের মাধ্যমে জওয়ান নিয়োগ করা হয়। তাদের প্রশিক্ষণ দেওয়া হয় বেঙ্গালুরুতে।

5 / 9
যদি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা প্যারা রেজিমেন্টে যোগ দিতে চান, তাদের স্বেচ্ছাসেবক হিসাবে আবেদন করতে হবে। এর জন্য, তাদের কমান্ডিং অফিসারের কাছ থেকে সুপারিশও প্রয়োজন হবে।

যদি ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা প্যারা রেজিমেন্টে যোগ দিতে চান, তাদের স্বেচ্ছাসেবক হিসাবে আবেদন করতে হবে। এর জন্য, তাদের কমান্ডিং অফিসারের কাছ থেকে সুপারিশও প্রয়োজন হবে।

6 / 9
প্যারা কমান্ডো বাহিনীতে যোগদানের জন্য একজন জওয়ানের প্যারাট্রুপার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটিতে পাস না করলে আপনি প্রশিক্ষণের জন্য আবেদনই করতে পারবেন না।

প্যারা কমান্ডো বাহিনীতে যোগদানের জন্য একজন জওয়ানের প্যারাট্রুপার পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এটিতে পাস না করলে আপনি প্রশিক্ষণের জন্য আবেদনই করতে পারবেন না।

7 / 9
প্যারা কমান্ডো হওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়া চলে প্রায় ৩ মাস ধরে। এই সময়ে, তাদের শারীরিক এবং মানসিকভাবে খুব কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যেতে হয়। প্রশিক্ষণ চাপ এতটাই বেশি হয় যে, পরিসংখ্যান বলছে এই সময়ে ৯৫% সৈন্যই প্যারা কমান্ডোর জন্য অযোগ্য বলে ঘোষণা করা হয়।

প্যারা কমান্ডো হওয়ার জন্য নির্বাচন প্রক্রিয়া চলে প্রায় ৩ মাস ধরে। এই সময়ে, তাদের শারীরিক এবং মানসিকভাবে খুব কঠিন একটি সময়ের মধ্য দিয়ে যেতে হয়। প্রশিক্ষণ চাপ এতটাই বেশি হয় যে, পরিসংখ্যান বলছে এই সময়ে ৯৫% সৈন্যই প্যারা কমান্ডোর জন্য অযোগ্য বলে ঘোষণা করা হয়।

8 / 9
কেবল স্থলে নয়, জল এবং বায়ুতেও প্রশিক্ষণ চলে প্যারা কমান্ডোদের। আগ্রার বিমান বাহিনীর প্যারা ট্রেনিং স্কুলে এবং কোচির নেভাল ডাইভিং স্কুলে  জলের নীচে যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় প্যারা কমান্ডোদের।

কেবল স্থলে নয়, জল এবং বায়ুতেও প্রশিক্ষণ চলে প্যারা কমান্ডোদের। আগ্রার বিমান বাহিনীর প্যারা ট্রেনিং স্কুলে এবং কোচির নেভাল ডাইভিং স্কুলে জলের নীচে যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় প্যারা কমান্ডোদের।

9 / 9
প্রশিক্ষণের সময়, দিনের শুরু হয় ৬০ থেকে ৬৫ কেজি ওজন নিয়ে প্রায় ২০ কিলোমিটার দৌড়ের মাধ্যমে দিয়ে। প্যারা কমান্ডোদের কমপক্ষে ৫০টি প্যারাসুট লাফও দিতে হয়। থাকে আরও সাংঘাতিক সব ট্রেনিং এবং থাকে ড্রিল মিশন। ড্রিল মিশন অর্থাৎ আসল বিপদের মতো পরিস্থিতি তৈরি করা হয়। চলে আসল গোলাগুলিও, এই ভাবেই ট্রেনিং চলে বনে, জঙ্গলে বা জলের তলায়, আকাশে। যা শুনলেও চমকে উঠতে হয়।

প্রশিক্ষণের সময়, দিনের শুরু হয় ৬০ থেকে ৬৫ কেজি ওজন নিয়ে প্রায় ২০ কিলোমিটার দৌড়ের মাধ্যমে দিয়ে। প্যারা কমান্ডোদের কমপক্ষে ৫০টি প্যারাসুট লাফও দিতে হয়। থাকে আরও সাংঘাতিক সব ট্রেনিং এবং থাকে ড্রিল মিশন। ড্রিল মিশন অর্থাৎ আসল বিপদের মতো পরিস্থিতি তৈরি করা হয়। চলে আসল গোলাগুলিও, এই ভাবেই ট্রেনিং চলে বনে, জঙ্গলে বা জলের তলায়, আকাশে। যা শুনলেও চমকে উঠতে হয়।