Kitchen Tips: এই ভাবে আলু সিদ্ধ করুন, সময়ও বাঁচবে কাঁচা থাকবে না

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Nov 01, 2022 | 7:03 AM

Easy Tips: রোজকার রান্নাঘরে লাগে আলু। এই টিপস মানে উপকার পাবেনই

1 / 5
রোজ রান্নাঘরে আলু ছাড়া চলে না। ভাজা থেকে সিদ্ধ সবেতেই লাগে আলু। আলুর তরকারি, পরোটা থেকে শুরু করে দম- খেতে লাগে দারুণ।

রোজ রান্নাঘরে আলু ছাড়া চলে না। ভাজা থেকে সিদ্ধ সবেতেই লাগে আলু। আলুর তরকারি, পরোটা থেকে শুরু করে দম- খেতে লাগে দারুণ।

2 / 5
ভাতের সঙ্গে আর কিছু না থাকলেও চলে যায়। সঙ্গে স্রেফ আলু সিদ্ধ থাকলেই হল। প্রচুর মানুষ শুধু এই আলুসিদ্ধ খেয়েই বেঁচে থাকেন।

ভাতের সঙ্গে আর কিছু না থাকলেও চলে যায়। সঙ্গে স্রেফ আলু সিদ্ধ থাকলেই হল। প্রচুর মানুষ শুধু এই আলুসিদ্ধ খেয়েই বেঁচে থাকেন।

3 / 5
আলু ঠিক ভাবে সিদ্ধ করতে ১৫ মিনিটের বেশি সময় লাগে না। আর এই টিপস মেনে চললে আপনি সহজেই আলু সিদ্ধ করে নিতে পারবেন।

আলু ঠিক ভাবে সিদ্ধ করতে ১৫ মিনিটের বেশি সময় লাগে না। আর এই টিপস মেনে চললে আপনি সহজেই আলু সিদ্ধ করে নিতে পারবেন।

4 / 5
আলু ভাল করে ধুয়ে নিন। এবার আলুর খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিন। আলুর গা সামান্য চিরে দিন। এতে আলু দ্রুত সিদ্ধ হয়।

আলু ভাল করে ধুয়ে নিন। এবার আলুর খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে নিন। আলুর গা সামান্য চিরে দিন। এতে আলু দ্রুত সিদ্ধ হয়।

5 / 5
আলু সিদ্ধ করার সময় জলে সামান্য নুন ফেলে দিন। এতেও তাড়াতাড়ি কাজ হবে। আর যদি দ্রুত আলু সিদ্ধ করতে চান তাহলে আগে গরম জলে আলু ডুবিয়ে রাখুন ৫ মিনিট। এরপর খোসা ছাড়িয়ে প্রেসারে সামান্য নুন আর জল দিয়ে সিদ্ধ করতে বসান। এতেও তাড়াতাড়ি কাজ হবে।

আলু সিদ্ধ করার সময় জলে সামান্য নুন ফেলে দিন। এতেও তাড়াতাড়ি কাজ হবে। আর যদি দ্রুত আলু সিদ্ধ করতে চান তাহলে আগে গরম জলে আলু ডুবিয়ে রাখুন ৫ মিনিট। এরপর খোসা ছাড়িয়ে প্রেসারে সামান্য নুন আর জল দিয়ে সিদ্ধ করতে বসান। এতেও তাড়াতাড়ি কাজ হবে।