
বিয়ের পর মেয়েদের পদবী বদল হয়। সঙ্গে বদল হয় ঠিকানাও। এই ঠিকানা বদল নিয়েই অনেকে সমস্যায় পড়েন, কারণ অফিসিয়াল ডকুমেন্টে পদবী, ঠিকানা বদল অনেক ঝক্কির।

বিয়ের পর যদি আধার কার্ডে ঠিকানা বদলের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে এত ঝামেলাতেই পড়তে হবে না। ঘরে বসেই আধার কার্ডে ঠিকানা বদল করা যায় সহজে।

এর জন্য শুধু আধারের নিয়ামক সংস্থা, ইউআইডিএআই (UIDAI) অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে আধার আপডেট অপশনে ক্লিক করতে হবে।

এখানে নিজের আধার নম্বরটি দিন এবং রেজিস্টার করা মোবাইল নম্বর দিন। মোবাইলে যে ওটিপি আসবে, সেটি বসান।

এবার আপডেট অপশনে ঠিকানা আপডেট সিলেক্ট করুন এবং নতুন ঠিকানা দিন।

বৈধ ঠিকানা প্রমাণপত্রের স্ক্যান করার কপি জমা দিন। এবার আপনার নম্বরে একটি ইউআরএন মেসেজ আসবে। আধার কার্ডে ঠিকানা পরিবর্তনের জন্য বিয়ের সার্টিফিকেট আপলোড করতে হবে।

তথ্য যাচাই হয়ে গেলেই আধার কার্ডে ঠিকানা আপডেট হয়ে যাবে।