
এক লিটার গরম জলে ১ কাপ অ্যামোনিয়া, ১/২ কাপ ভিনিগার, ১/৪ কাপ বেকিং সোডা ভালো ভাবে মিশিয়ে নিন। এবার স্পে বোতলে ভরে বেশ কয়েকবার ঝাঁকান। ব্যাস রেডি ক্লিনার

বালতিতে জল নিয়ে ফ্রিজের মধ্যে ঢালুন। অল্প অল্প জল নিয়ে পুরো ধোওয়ার চেষ্টা করুন। তার আগে অবশ্যই ফ্রিজ বন্ধ করবেন

সবজির ট্রে, ডিমের ট্রে ভাল করে সাবান জলে ধুয়ে নিন

পাতিলেবুর রস ইষদুষ্ণ গরম জলে মিশিয়ে ফ্রিজ মুছলে গন্ধ থাকে না।

সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছুন। ফ্রিজ ভালো করে শুকনো হলে তবেই চালু করুন।