How to clean fridge: ফ্রিজ পরিষ্কার রাখার দারুণ ৫টি টিপস

TV9 Bangla Digital | Edited By: aryama das

Nov 26, 2021 | 4:46 PM

Tips: টানা কিছুদিন ফ্রিজ বন্ধ থাকলে ফ্রিজ থেকে বাজে গন্ধ ছাড়ে। এছাড়াও ফ্রিজের ভেতরে ফাঙ্গাস ধরে যায়। যেহেতু ফ্রিজ প্রতিদিন আমাদের খাবার রাখার জন্য ব্যবহার করা হয় তাই একে পরিষ্কার রাখা একান্ত জরুরি

1 / 5
এক লিটার গরম জলে ১ কাপ অ্যামোনিয়া, ১/২ কাপ ভিনিগার, ১/৪ কাপ বেকিং সোডা ভালো ভাবে মিশিয়ে নিন। এবার স্পে বোতলে ভরে বেশ কয়েকবার ঝাঁকান। ব্যাস রেডি ক্লিনার

এক লিটার গরম জলে ১ কাপ অ্যামোনিয়া, ১/২ কাপ ভিনিগার, ১/৪ কাপ বেকিং সোডা ভালো ভাবে মিশিয়ে নিন। এবার স্পে বোতলে ভরে বেশ কয়েকবার ঝাঁকান। ব্যাস রেডি ক্লিনার

2 / 5
বালতিতে জল নিয়ে ফ্রিজের মধ্যে ঢালুন। অল্প অল্প জল নিয়ে পুরো ধোওয়ার চেষ্টা করুন। তার আগে অবশ্যই ফ্রিজ বন্ধ করবেন

বালতিতে জল নিয়ে ফ্রিজের মধ্যে ঢালুন। অল্প অল্প জল নিয়ে পুরো ধোওয়ার চেষ্টা করুন। তার আগে অবশ্যই ফ্রিজ বন্ধ করবেন

3 / 5
 সবজির ট্রে, ডিমের ট্রে ভাল করে সাবান জলে ধুয়ে নিন

সবজির ট্রে, ডিমের ট্রে ভাল করে সাবান জলে ধুয়ে নিন

4 / 5
পাতিলেবুর রস ইষদুষ্ণ গরম জলে মিশিয়ে ফ্রিজ মুছলে গন্ধ থাকে না।

পাতিলেবুর রস ইষদুষ্ণ গরম জলে মিশিয়ে ফ্রিজ মুছলে গন্ধ থাকে না।

5 / 5
সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছুন। ফ্রিজ ভালো করে শুকনো হলে তবেই চালু করুন।

সবশেষে শুকনো কাপড় দিয়ে মুছুন। ফ্রিজ ভালো করে শুকনো হলে তবেই চালু করুন।

Next Photo Gallery