
যে ভাবে পারদ চড়ছে তাতে ফ্যান ছাড়া থাকার কথা ভাবাই যায় না। কয়েক মাইক্রো সেকেন্ডের জন্য ফ্যান বন্ধ হলেও দরদরিয়ে ঘাম হচ্ছে। এছাড়াও গরমের দিনে সকলেরই মনে হয় যে ফ্যানের হাওয়া ঠিক গায়ে লাগছে না। এদিক-ওদিক নানা ভাবে শোওয়ার ভঙ্গি পরিবর্তন করলেও কোনও সুরাহা হয় না। ফ্যানের গায়ে ময়লা জমেনি তো? শীতে ফ্যান প্রায় বন্ধই থাকে। এবার গরমের দিনে ফ্যান চলতে শুরু করলেই দেখা যায় অজস্র ময়লা জমে তাতে। সেই ঝুল-ধুলোই কিন্তু উড়তে থাকে।

সিলিং ফ্যান অনেকেই নিয়মিত পরিষ্কার করেন না। ব্লেড যদি ঠিকমতো পরিষ্কার না হয় তাহলে ভাল হাওয়া পাওয়া যাবে না। তাই গরমের দিনে আরাম পেতে নিয়ম করে ফ্যান পরিষ্কার করুন। আর এই টিপস মানলে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন।

প্রথমেই বিছানার উপর একটা বাতিল বা পুরনো চাদর পেতে ফেলুন। এতে ময়লা পরিষ্কার করার সময় বিছানাতে ময়লা পড়বে না। এবার হাতে নিন শুকনো কাপড়। প্রথমে হালকা হাতে পরিষ্কার করে নিন ফ্যানের ব্লেড।

শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ভেজা কাপড় দিয়ে মুছুন। নইলে ব্লেড পরিষ্কার হবে না, উল্টে ময়লা আটকে থাকবে। পুরনো বালিশের কভারের মধ্যে ফ্যানের ব্লেড ঢুকিয়ে দিন। তারপর কাপড়ের মুখ চেপে নিয়ে হালকা করে টেনে নিন। দেখবেন ময়লা সব কভারের মধ্যে পড়ে ব্লেড পরিষ্কার হবে।

খবরের কাগজ দিয়েও ভাল ফ্যান পরিষ্কার হয়। কাগজ দিয়ে ব্লেড মুড়ে ফেলুন। এতে শুকনো ময়লা তাড়াতাড়ি উঠে আসবে। এবার সামান্য গরম জলে লেবুর রস আর ডিটারজেন্ট মিশিয়ে ফ্যান পরিষ্কার করে নিন। এছাড়াও খাবার সোডা দিয়ে পরিষ্কার করতে পারেন।

ফ্যান পরিষ্কার করার সময় ছোট মই বা চেয়ার ব্যবহার করবেন আপনার উচ্চতা মতো। এক্ষেত্রে কিন্তু কোনও রকম ঝুঁকি নেবেন না। ছোট দুর্ঘটনা থেকেই হতে পারে বড় বিপদ।