TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Mar 19, 2023 | 5:34 PM
রান্নাঘরের কল সবচাইতে বেশি ব্যবহার করা হয়। প্রায় প্রতি ৫ মিনিট অন্তর অন্তর কল খুলতে হয়। রান্না করতে করতে, সবজি কাটতে কাটতে কলে হাত দেওয়া হয়।
ফলে কল হলদেটে, চিটচিটে হয়ে যায়। এছাড়াও রান্নাঘরে থাকার দরুন তেলচিটেও অনেক বেশি পড়ে। কল নোংরা হলে দেখতে খুবই বাজে লাগে। স্টিলের কল হোক বা প্লাস্টিকের কল সবেতেই এই সমস্যয়া হয়।
এছাড়াও শহরের বেশিরভাগ অঞ্চলে জলে আয়রনের সমস্যা থাকে। ফলে জলের কল একেবারে লাল হয়ে যায়।
আর জলের কল থেকে দাগ দূর করতে খুব ভাল কাজ করে লেবুর রস। লেবুর রস ট্যাপে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। এরপর টুথব্রাশ দিয়ে ঘষে নিলেই তা পরিষ্কার হয়ে যায়।
ভিনিগার গরম জলে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে একটা কাপড় ১ ঘন্টা ফেলে রাখুন। এবার সেই কাপড় দিয়ে ঘষে ঘষে কল পরিষ্কার করে নিন।
লিক্যুইড ডিশ ওয়াশের সঙ্গে সামান্য জল মিশিয়ে নিন। এবার স্কচবাইট ডুবিয়ে তা ভাল করে পরিষ্কার করে নিন। সবচেয়ে ভাল যদি ইষদুষ্ণ জলে এই সাবান মিশিয়ে নিতে পারেন।
বেকিং সোডা জলে গুলে নিতে হবে। এবার তা দিয়ে ঘষে ঘষে কল পরিষ্কার করে রাখুন। এই পেস্ট বেশি পাতলা করবেন না, একটু ঘন হবে। এবার তা দিয়ে কল ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে।
রোজ রাতে কল পরিষ্কার করার পর তা শুকনো কাপড় দিয়ে মুছে নিন। এতে কল পরিষ্কার থাকবে। এছাড়াও রান্নাঘর সব সময় পরিষ্কার রাখুন।