Floor Clean: মাত্র ৫ মিনিটে চকচকে করুন বাড়ির মেঝে, একবার এই টোটকা কাজে লাগিয়ে দেখুন

দিন দিন লক্ষ্য করছেন যে, ঘরের মেঝে, টাইলসের জেল্লা হারাচ্ছে। নানা রকম চেষ্টা করেও সেই আগের মতো ঝকঝকে ভাবটা ফিরে আসছে না। এ বার সব ছেড়ে ব্যবহার করুন কিছু ঘরোয়া টোটকা। দেখুন তো কাজে লাগে কি না।

May 21, 2025 | 12:29 PM

1 / 8
সাধের বাড়ি ঝকঝকে পরিষ্কার কে না রাখতে চায়! কিন্তু সব সময় বাড়ির প্রতি পুরো যত্ন অনেকেই নিতে পারেন না। এই পরিস্থিতিতে দেখা যায়, ধীরে ধীরে ঘরের মেঝে, টাইলসের জেল্লা ফিকে হচ্ছে। (Pic Credit- Freepik)

সাধের বাড়ি ঝকঝকে পরিষ্কার কে না রাখতে চায়! কিন্তু সব সময় বাড়ির প্রতি পুরো যত্ন অনেকেই নিতে পারেন না। এই পরিস্থিতিতে দেখা যায়, ধীরে ধীরে ঘরের মেঝে, টাইলসের জেল্লা ফিকে হচ্ছে। (Pic Credit- Freepik)

2 / 8
এমন সময় কী করণীয়? যখনই দেখছেন বাড়ির মেঝে, টাইলস অপরিষ্কার হয়ে পড়ছে, সেই সময় বাজার থেকে বেশ কিছু টাইলস পরিষ্কার করার ও মেঝে পরিষ্কার করার উপাদান কিনে নিচ্ছেন। (Pic Credit- Freepik)

এমন সময় কী করণীয়? যখনই দেখছেন বাড়ির মেঝে, টাইলস অপরিষ্কার হয়ে পড়ছে, সেই সময় বাজার থেকে বেশ কিছু টাইলস পরিষ্কার করার ও মেঝে পরিষ্কার করার উপাদান কিনে নিচ্ছেন। (Pic Credit- Freepik)

3 / 8
সেগুলো ব্যবহার করেও দেখছেন ফলাফল শূন্য। সেই সময় হতাশ হওয়া ছাড়া উপায় নেই। এ বার ফেরা যাক ঘরোয়া টোটকায়। বেশ কয়েকটি ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে দেখতে পারেন, আপনার বাড়ির মেঝে, টাইলস ঝকঝকে হয় কি না। (Pic Credit- Freepik)

সেগুলো ব্যবহার করেও দেখছেন ফলাফল শূন্য। সেই সময় হতাশ হওয়া ছাড়া উপায় নেই। এ বার ফেরা যাক ঘরোয়া টোটকায়। বেশ কয়েকটি ঘরোয়া টোটকা কাজে লাগিয়ে দেখতে পারেন, আপনার বাড়ির মেঝে, টাইলস ঝকঝকে হয় কি না। (Pic Credit- Freepik)

4 / 8
একখানা মাঝারি সাইজের স্পঞ্জ নিতে হবে। সেই স্পঞ্জ ভিনিগারে ভেজাব। এ বার ওই স্পঞ্জ দিয়ে টাইলস ভালোভাবে মুছতে হবে। এরপর ওইভাবেই কিছুক্ষণ রাখতে হবে। তারপর একটি ভিজে কাপড় দিয়ে ঘরের মেঝে মুছলেই দেখা যাবে ঝকঝকে হয়েছে মেঝে, টাইলস। (Pic Credit- Freepik)

একখানা মাঝারি সাইজের স্পঞ্জ নিতে হবে। সেই স্পঞ্জ ভিনিগারে ভেজাব। এ বার ওই স্পঞ্জ দিয়ে টাইলস ভালোভাবে মুছতে হবে। এরপর ওইভাবেই কিছুক্ষণ রাখতে হবে। তারপর একটি ভিজে কাপড় দিয়ে ঘরের মেঝে মুছলেই দেখা যাবে ঝকঝকে হয়েছে মেঝে, টাইলস। (Pic Credit- Freepik)

5 / 8
ঘরের টাইলসে বা মেঝেতে ছোপ ছোপ দাগ দূর করতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। টাইলস বা মেঝের ঠিক যে জায়গায় দাগ রয়েছে, সেখানে ভালো করে বেকিং সোডা প্রথমে লাগিয়ে দিতে হবে। এরপর তা কিছুক্ষণ রেখে ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই ঝকঝকে হয়ে উঠবে মেঝে বা টাইলস। (Pic Credit- Freepik)

ঘরের টাইলসে বা মেঝেতে ছোপ ছোপ দাগ দূর করতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন। টাইলস বা মেঝের ঠিক যে জায়গায় দাগ রয়েছে, সেখানে ভালো করে বেকিং সোডা প্রথমে লাগিয়ে দিতে হবে। এরপর তা কিছুক্ষণ রেখে ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই ঝকঝকে হয়ে উঠবে মেঝে বা টাইলস। (Pic Credit- Freepik)

6 / 8
একটা বালতিতে হালকা উষ্ণ জলে হাফ কাপের মতো অ্যামোনিয়া মিশিয়ে দিতে হবে। এরপর সেই জল দিয়ে ঘর মুছতে হবে। তা হলেই নজরে পড়বে যে মেঝে বা টাইলসে দাগ ছোপ মুছে যাচ্ছে। (Pic Credit- Freepik)

একটা বালতিতে হালকা উষ্ণ জলে হাফ কাপের মতো অ্যামোনিয়া মিশিয়ে দিতে হবে। এরপর সেই জল দিয়ে ঘর মুছতে হবে। তা হলেই নজরে পড়বে যে মেঝে বা টাইলসে দাগ ছোপ মুছে যাচ্ছে। (Pic Credit- Freepik)

7 / 8
বাড়িতে থাকা নারকেল তেল বা সরষের তেল দিয়েও মেঝে বা টাইলস পরিষ্কার করতে পারেন। একখানা সুতির মোজার মধ্যে নারকেল তেল বা সরষের তেল লাগাতে হবে। এরপর সেই মোজা দিয়ে ঘর মুছতে হবে। তারপর আবার পরিষ্কার জলে ঘরটি মুছতে হবে। তা হলেই দেখা যাবে ঘরের মেঝে ঝকঝকে হয়ে উঠবে। (Pic Credit- Freepik)

বাড়িতে থাকা নারকেল তেল বা সরষের তেল দিয়েও মেঝে বা টাইলস পরিষ্কার করতে পারেন। একখানা সুতির মোজার মধ্যে নারকেল তেল বা সরষের তেল লাগাতে হবে। এরপর সেই মোজা দিয়ে ঘর মুছতে হবে। তারপর আবার পরিষ্কার জলে ঘরটি মুছতে হবে। তা হলেই দেখা যাবে ঘরের মেঝে ঝকঝকে হয়ে উঠবে। (Pic Credit- Freepik)

8 / 8
আপনার বাড়ির মেঝে বা টাইলসে যদি দাগ ছোপ দেখেন, তা হলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। যে জায়গায় মেঝেতে দাগ দেখবেন, সেখানে লেবুর রস ঢেলে একখানা কাপড় দিয়ে মুছতে হবে। (Pic Credit- Freepik)

আপনার বাড়ির মেঝে বা টাইলসে যদি দাগ ছোপ দেখেন, তা হলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। যে জায়গায় মেঝেতে দাগ দেখবেন, সেখানে লেবুর রস ঢেলে একখানা কাপড় দিয়ে মুছতে হবে। (Pic Credit- Freepik)