Lakshmi Puja: সুখ-শান্তি-সমৃদ্ধি বজায় রাখতে শুক্রবারেও লক্ষ্মীর আরাধনা করুন এইভাবে, খুব খুশি হবেন ধনলক্ষ্মী
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Dec 09, 2022 | 8:40 AM
Puja vidhi of Lakshmi: এদিন লক্ষ্মীকে যথাযথভাবে পূজা করে খুশি করার চেষ্টা করা হয়। যদি শুক্রবার উপবাস না করেন তাহলেও কিছু বিশেষ পদ্ধতিতে লক্ষ্মী পুজোর মাধ্যমে ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন।
1 / 7
সাধারণত বৃহস্পতিবার করেই বাড়িতে বাড়িতে লক্ষ্মীপুজোর আরাধনা করা হয়। তবে হিন্দুশাস্ত্র অনুযায়ী বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার লক্ষ্মীর পুজো করলে সবচেয়ে বেশি খুশি হন ধনলক্ষ্মী। সপ্তাহের প্রতিটি দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা যেতে পারে। তবে শুক্রবার বিশেষ পূজা করা হয়।
2 / 7
এই দিনে মহিলারা বৈভব লক্ষ্মীর উপবাসও পালন করেন। এদিন লক্ষ্মীকে যথাযথভাবে পূজা করে খুশি করার চেষ্টা করা হয়। যদি শুক্রবার উপবাস না করেন তাহলেও কিছু বিশেষ পদ্ধতিতে লক্ষ্মী পুজোর মাধ্যমে ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন।
3 / 7
সাধারণত বৃহস্পতিবারকে লক্ষ্মীবারও বলা হয়। তবে শুক্রবার লক্ষ্মীর আরাধনা করলে সংসারে কখনও অর্থ ও শান্তির বিঘ্ন ঘটে না। পুজোবিধি দেবী লক্ষ্মীর আরাধনার সঙ্গে সম্পর্কিত কিছু বিশ্বাস রয়েছে,যার কিছু তথ্য এখানে দেওয়া রইল...
4 / 7
অষ্ট লক্ষ্মীর ধ্যান করুন: বিশেষ করে শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীর পুজো করা হয়। শুক্রবার সন্ধ্যায় হাত-পা ধুয়ে পরিষ্কার কাপড় পরিধান করে অষ্ট লক্ষ্মীর পুজো করুন। অষ্ট লক্ষ্মীর ছবিতে গোলাপ ফুল অর্পণ করে তারপর ধূপ-দীপ দিন।
5 / 7
এটা করার পাশাপাশি 'আইন হ্রী শ্রী অষ্টলক্ষ্মীয়ে হ্রী সিদ্ধায়ে মম গৃহে আগচ্ছগচ্ছ নমঃ স্বাহা' মন্ত্রটি জপ করুন। বিশ্বাস করা হয় যে এই ভাবে পুজো করলে লক্ষ্মী ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন।
6 / 7
লক্ষ্মী-নারায়ণের পুজো করুন: ভগবান বিষ্ণু হলেন লক্ষ্মীর গুরু, তাঁর স্বামী। তাই এদিন যদি লক্ষ্মীকে খুশি করতে চান, তবে ভগবান বিষ্ণুরও পূজা করা উচিত। সন্ধ্যায়, দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুরও পুজো করা উচিত। এই দিনে গাঢ় গোলাপি রঙের পোশাকে শ্রী যন্ত্র ও অষ্ট লক্ষ্মীর ছবি স্থাপন করে পূজা করলে ঘরে সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়।
7 / 7
অষ্টগন্ধা নিবেদন করুন: শুক্রবার সন্ধ্যায় অষ্ট লক্ষ্মীর পাশাপাশি শ্রীযন্ত্রে অষ্টগন্ধা তিলক লাগাতে হবে। সেই সঙ্গে দেবীর আরতি করুন। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী,এই পদ্ধতিতে পুজো করলে মনে শান্তি বিরাজ করে ও ঘরে অর্থ ও শস্যের ঘাটতি কখনও হয় না। শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনা করলে সর্বপ্রকার সুখ আসে বলে মনে করা হয়।