Anxiety বা উদ্বেগ থেকে মুক্তির উপায় কী?

আপনারা কি জানেন বিশ্বের ৩৬.৬ শতাংশ আত্মহত্যার কারণ Anxiety বা উদ্বেগ বা দুশ্চিন্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গণনা অনুসারে ভারতের ২০ শতাংশ মানুষ মানসিক অসুস্থতার শিকার। তার মধ্যে ৭.৫ শতাংশ Anxiety বা উদ্বেগে ভোগেন। ৩৮ মিলিয়ন ভারতীয়ের এই দুশ্চিন্তা রোগ রয়েছে। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এগোতে গিয়ে নিজের জন্য সময় আরও কমিয়ে এনেছে মানুষ। এই রোগ বাড়ছে আরও দিনে দিনে। তবে এই রোগ থেকে মুক্তির উপায় কী? বেশ কয়েকটি সাধারণ ঘরোয়া পদ্ধতিতে আপনি দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন।

|

Feb 01, 2021 | 4:09 PM

1 / 8
Anxiety বা উদ্বেগ থেকে মুক্তির উপায় কী?

2 / 8
সুগন্ধযুক্ত ল্যাভেন্ডার তেল ব্যবহার করুন:

নিজের বাড়ির টেবিলে বা অফিসের ডেস্কে একটা ল্যাভেন্ডার তেলের বোতল রাখুন। ল্যাভেন্ডার তেল দুশ্চিন্তা নিরাময় করতে সাহায্য করে। ল্যাভেন্ডার তেল মাথা ঠান্ডা রাখতে, গভীরে ভাবতে এবং শান্তিতে ঘুম আনতে সাহায্য করে।

সুগন্ধযুক্ত ল্যাভেন্ডার তেল ব্যবহার করুন: নিজের বাড়ির টেবিলে বা অফিসের ডেস্কে একটা ল্যাভেন্ডার তেলের বোতল রাখুন। ল্যাভেন্ডার তেল দুশ্চিন্তা নিরাময় করতে সাহায্য করে। ল্যাভেন্ডার তেল মাথা ঠান্ডা রাখতে, গভীরে ভাবতে এবং শান্তিতে ঘুম আনতে সাহায্য করে।

3 / 8
ভিটামিন ডি খান:

ভিটামিন ডি দুশ্চিন্তা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি খেলে দুশ্চিন্তা কমে, মুড ভাল হয়। দুধ খেলে শরীরে ভিটামিন ডি-এর পরিমাণ বাড়ে। সূর্যরশ্মি থেকেও ভিটামিন ডি আসে শরীরে।

ভিটামিন ডি খান: ভিটামিন ডি দুশ্চিন্তা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন ডি খেলে দুশ্চিন্তা কমে, মুড ভাল হয়। দুধ খেলে শরীরে ভিটামিন ডি-এর পরিমাণ বাড়ে। সূর্যরশ্মি থেকেও ভিটামিন ডি আসে শরীরে।

4 / 8
ভিটামিন সি খান:

ভিটামিন সি শরীরে ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে আপনি প্রাণবন্ত থাকতে পারবেন, এনার্জি পাবেন এবং মানসিকভাবে সুস্থ অনুভব করবেন।

ভিটামিন সি খান: ভিটামিন সি শরীরে ইমিউনিটি বৃদ্ধি করতে সাহায্য করে। এর ফলে আপনি প্রাণবন্ত থাকতে পারবেন, এনার্জি পাবেন এবং মানসিকভাবে সুস্থ অনুভব করবেন।

5 / 8
আপনার কফি খাওয়ার অভ্যেস কমান:

চা, কফি, চকোলেট এবং এনার্জি ড্রিংক অতিরিক্ত খাওয়া উচিৎ নয়। সমীক্ষা বলে এতে দৈনিকভাবে দুশ্চিন্তা বাড়তে থাকে ক্রমশ।

আপনার কফি খাওয়ার অভ্যেস কমান: চা, কফি, চকোলেট এবং এনার্জি ড্রিংক অতিরিক্ত খাওয়া উচিৎ নয়। সমীক্ষা বলে এতে দৈনিকভাবে দুশ্চিন্তা বাড়তে থাকে ক্রমশ।

6 / 8
প্রাণবন্তভাবে হাঁটার চেষ্টা করুন:

দিনের যে কোনও সময় অন্তত একবার প্রাণবন্তভাবে হাঁটা উচিৎ। তাতে দিনের সব ক্লান্তি মুছে গিয়ে একটা ফ্রেস অনুভুতি হয়।

প্রাণবন্তভাবে হাঁটার চেষ্টা করুন: দিনের যে কোনও সময় অন্তত একবার প্রাণবন্তভাবে হাঁটা উচিৎ। তাতে দিনের সব ক্লান্তি মুছে গিয়ে একটা ফ্রেস অনুভুতি হয়।

7 / 8
ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন:

ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ, যা করলে দুশ্চিন্তা অবশ্যই কমে। তবে রোজকার জীবনে তা সম্ভব হয়ে ওঠে না দৈনিকভাবে। তাই সকালে ৩০মিনিট সাধারণ যোগব্যায়ামও এর জন্য উপকারী।

ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন: ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজ, যা করলে দুশ্চিন্তা অবশ্যই কমে। তবে রোজকার জীবনে তা সম্ভব হয়ে ওঠে না দৈনিকভাবে। তাই সকালে ৩০মিনিট সাধারণ যোগব্যায়ামও এর জন্য উপকারী।

8 / 8
চিকিৎসকের পরামর্শ নিন:

এই সমস্ত উপায়ও রোগ নিরাময় না হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। তাঁর কথা অনুযায়ী সমস্ত টেস্ট করুন। রোগ নিরাময়ের ক্ষেত্রে প্রয়োজনে ওষুধও খেতে হতে পারে ।

চিকিৎসকের পরামর্শ নিন: এই সমস্ত উপায়ও রোগ নিরাময় না হলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। তাঁর কথা অনুযায়ী সমস্ত টেস্ট করুন। রোগ নিরাময়ের ক্ষেত্রে প্রয়োজনে ওষুধও খেতে হতে পারে ।