Toothache: হঠাৎ করে শীতের রাতে দাঁতে ব্যথা? ঘরোয়া এই টোটকায় ব্যথা কমবেই
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Jan 30, 2024 | 8:45 AM
Home remedies: রসুন তিন কোয়া নিয়ে কুরে নিন। একটু হলুদের সঙ্গে রসুন ভাল করে মিশিয়ে নিয়ে এক চিমটে নুন দিন এর মধ্যে। দাঁতের যেখানে ব্যথা হচ্ছে সেখানে তা চেপে ধরলেই ব্যথা কমে যাবে। এই টোটকাও কিন্তু দারুণ কার্যকরী
1 / 8
দাঁতের ব্যথা যার হয় সেই একমাত্র বোঝে যে এর সমস্যা কতখানি। দাঁতেব্যথা হলে সেখান থেকে কান-মাথা পর্যন্ত ব্যথা করতে থাকে। সারা রাত ঘুম হয় না, মুখ ফুলে যায় সেই সঙ্গে কোনও রকম খাবার খাওয়া যায় না
2 / 8
দাঁতে ব্যথা অনেক কারণে হতে পারে। ছোট থেকে বড়- যে কোনও মুহূর্তে পড়তে পারেন ক্যাভিটির সমস্যায়। অনেক ক্ষেত্রেই দাঁত তুলে ফেলতে হয়। দাঁতে একবার ব্যথা শুরু হলে তখন চারিদিক অন্ধকার লাগে
3 / 8
মনে হয় এখনই উপড়ে ফেলতে পারলে ভাল হয়। দাঁতে ব্যথা হলে ঘরোয়া এই টোটকা কাজে লাগান। এতে ব্যথা কমে যাবে নিমেষের মধ্যে। বাড়িতে ব্যথা কমানোর ওষুধ না থাকলেও সমস্যা হবে না
4 / 8
আগেকার দিনে এসব টোটকাই কাজে লাগাতেন দিদিমা-ঠাকুমারা। রইল সেই সব টোটকার হদিশ। শুকনো প্যানের মধ্যে ছোট হাফ বাটি গোলমরিচ, লবঙ্গ নেড়ে নিতে হবে। ১ মিনিট নেড়ে ঠান্ডা করে তা গুঁড়ো করে নিতে হবে
5 / 8
হাফ চামচ এই গুঁড়োর মধ্যে একটু নুন মিশিয়ে নিতে হবে। ভাল করে মিশিয়ে এক চিমটে নিয়ে দাঁতের গোড়ায় চেপে রাখুন, যেখানে ব্যথা হচ্ছে। ১০ মিনিটের মধ্যেই দেখবেন ব্যথা অনেকটা কমে গিয়েছে
6 / 8
একটা বাটিতে জল নিয়ে ওর মধ্যে ফটকিরি নিন এক টুকরো। ১০ মিনিট ওই ভাবে ভিজিয়ে রেখে ফটকিরি তুলে নিতে হবে। ওই জল ছেঁকে নিয়ে সারাদিনে অন্তত ৮-১০ বার কুলকুচি করে নিতে হবে। এতে দাঁতের ব্যথা খুব সহজেই দূর হয়ে যাবে, কমবে সংক্রমণের তীব্রতাও
7 / 8
রসুন তিন কোয়া নিয়ে কুরে নিন। একটু হলুদের সঙ্গে রসুন ভাল করে মিশিয়ে নিয়ে এক চিমটে নুন দিন এর মধ্যে। দাঁতের যেখানে ব্যথা হচ্ছে সেখানে তা চেপে ধরলেই ব্যথা কমে যাবে। এই টোটকাও কিন্তু দারুণ কার্যকরী
8 / 8
একটা বাটিতে জল নিয়ে ওর মধ্যে তিন থেকে চারটে বরফের টুকরো দিন। সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার হবে। তবে ঠান্ডায় দাঁতে ব্যথা হলে বা শিরশির করলে কিন্তু এই টোটকা কাজে লাগামো যাবে না। পেয়ারা পাতা ধুয়ে ভাল করে ফুটিয়ে ছেঁকে নিন। এবার তা সামান্য ঠান্ডা করে ১০ বার কুলকুচি করুন। এই টোটকাতেও কিন্তু ব্যথা কমে।