
পিঁপড়ের কুটুস কুটুস কামড় খেতে কারই বা ভালো লাগে! কিন্তু অনেক সময় আপনি না চাইলেও আপনার বাড়িতে পিঁপড়েরা করে অবাধ বিচরণ। গরমকালে তাদের উপদ্রব বেড়ে যায়। (Pic Credit - Freepik)

রান্নাঘর থেকে শুরু করে বেডরুম — সব জায়গায় অবাধে ঘুরে বেড়ায় পিঁপড়েরা। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে অনেকেই ‘অ্যান্ট চক’ ব্যবহার করেন। কেউ কেউ তো পেস্ট কন্ট্রোলও করান। (Pic Credit - Freepik)

পেস্ট কন্ট্রোল, অ্যান্ট চকের মতো পন্থা অবলম্বন করলে পিঁপড়ের জ্বালা থেকে সাময়িক শান্তি পাওয়া যায়। তবে বাড়িতে হাতের কাছে থাকা জিনিস ব্যবহার করেও পিঁপড়ে তাড়ানো সম্ভব। রইল তেমন ৫ দাওয়াই। (Pic Credit - Freepik)

পাতিলেবু - কমবেশি সকলের বাড়িতেই থাকে পাতিলেবু। বাড়িতে পাতিলেবুর রস ব্যবহার করলে পিঁপড়ের উপদ্রব কমানো যেতে পারে। দরজা, জানলা ও দেওয়ালের কোনও ফাটল থাকলে, সেখানে লেবুর রস ঢেলে রাখতে হবে। লেবুর খোসাও ঘরের কোণায় ছড়িয়ে রাখতে পারেন। আসলে পাতিলেবুর উগ্র গন্ধ পিঁপড়ের সারি ভেঙে দেয়। (Pic Credit - Freepik)

ভিনিগার - বাড়িতে পিঁপড়ের উপদ্রব আটকানোর জন্য ভিনিগার কার্যকরী। একটি পাত্রে ভিনিগার ও জল মিশিয়ে নিন। তারপর সেই মিশ্রণ স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন যেখানে পিঁপড়েরা ঘোরাফেরা করে। (Pic Credit - Freepik)

বেকিং সোডা - পিঁপড়ে তাড়াতে কার্যকরী বেকিং সোডা। এক কাপ জলে অর্ধেক কাপ চিনি গুলতে হবে। তাতে অল্প বেকিং সোডা মেশান। একটি কৌটোতে তা ভরে ঘরের কোণায় রাখতে হবে। মিষ্টির লোভে পিঁপড়েরা সেখানে যাবে এবং তাতে আটকে যাবে। (Pic Credit - Freepik)

বাসন মাজার সাবান - বাড়িতে থাকা বাসন মাজার তরল সাবান ব্যবহার করেও পিঁপড়ের উৎপাত কমানো যায়। একটি পাত্রে তরল সাবান ও জল সমপরিমাণ মেশান। তারপর সেই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে নিন। বাড়ির যেখানে পিঁপড়ের উৎপাত বেশি, সেখানে ওই স্প্রে ছড়িয়ে দিন। (Pic Credit - Freepik)

গোলমরিচ, তেজপাতা ও লবঙ্গ - বাড়ির যে জায়গায় পিঁপড়ের যাতায়াত বেশি, সেখানে একটি কাপড়ের পুঁটলিতে গোলমরিচ, তেজপাতা ও লবঙ্গ রেখে দিলে উপকার মেলে। গোটা গোলমরিচের পরিবর্তে গোলমরিচের গুঁড়ো এক্ষেত্রে বেশি কার্যকরী। (Pic Credit - Freepik)