Tips To Recover Hacked Smartphone: ফোন হ্যাক হয়েছে? বুঝে যাবেন এই 5 লক্ষণেই
TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস
Mar 24, 2023 | 1:21 PM
Smartphone Tips: হ্যাকারদের জন্য কম্পিউটারের চেয়ে স্মার্টফোন হ্যাক করা সহজ হয়ে উঠেছে। অ্যান্ড্রয়েডের তুলনায় অ্যাপলের আইওএসে বেশি নিরাপত্তা পাওয়া যায়। তবে এর মানে এই নয় যে, আইফোন হ্যাক করা যাবে না।
1 / 8
এই ডিজিটাল যুগে ফটো দেখা থেকে পেমেন্ট করা পর্যন্ত, সব কিছুর জন্য়ই স্মার্টফোন ব্য়বহার করা হয়। এমন অবস্থায় অনলাইন ব্যাঙ্কিং ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের সময় হ্যাকিং ও ডেটা ফাঁস হওয়ার আশঙ্কা বেড়ে গিয়েছে। হ্যাকারদের জন্য কম্পিউটারের চেয়ে স্মার্টফোন হ্যাক করা সহজ হয়ে উঠেছে।
2 / 8
অ্যান্ড্রয়েডের তুলনায় অ্যাপলের আইওএসে বেশি নিরাপত্তা পাওয়া যায়। তবে এর মানে এই নয় যে, আইফোন হ্যাক করা যাবে না। কিন্তু একটি অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করা তুলনামুলক সহজ। আপনিও যদি আপনার ফোনে এই পাঁচটি লক্ষণ দেখতে পান, তাহলে আপনার ফোন হ্যাক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
3 / 8
আজ আপনাকে এমন কিছু লক্ষণ জানানো হবে, যার সাহায্যে আপনি সহজেই জানতে পারবেন আপনার ফোন হ্যাক হয়েছে কি না। আর যদি ফোন হ্যাক হয়ে থাকে, তবে সেখান থেকে কী করে ফোনটি ঠিক করবেন তাও জানানো হবে।
4 / 8
অটোমেটিক সিস্টেম শাটডাউন এবং রিস্টার্ট: ফোন হ্যাক হওয়ার সবচেয়ে বড় একটি লক্ষণ হল অটোমেটিক সিস্টেম শাটডাউন এবং রিস্টার্ট হওয়া। অর্থাৎ আপনার ফোন যদি নিজে থেকেই বার বার চালু-বন্ধ হয়, তাহলে বুঝে নিতে হবে যে, আপনার সিস্টেম হ্যাকারদের হাতে রয়েছে। এমন হলে সাবধান হন। ডাউনলোড করা ফাইলগুলি চেক করুন বা ফোন ফর্ম্যাট করে দিন।
5 / 8
ব্যাঙ্কিং লেনদেন: ফোন হ্যাক হওয়ার সবচেয়ে বড় লক্ষণ হল আপনি ফোনে ব্যাঙ্কিং লেনদেনের ম্য়াসেজ পেতে শুরু করবেন। আবার অনেক সময় এমন হয়, যে পণ্যগুলি আপনি কিনেননি সেগুলিরও ম্য়াসেজ চলে আসে। এর মানে হল যে কেউ আপনার ক্রেডিট বা ডেবিট কার্ড বা ব্যাঙ্কিং বিবরণ পেয়ে গিয়েছে। যদি এমন হয়, অবিলম্বে ব্যাঙ্কের সাহায্য নিন এবং অ্যাকাউন্ট থেকে লেনদেন বন্ধ করুন।
6 / 8
ফোন হঠাৎ স্লো হয়ে যায়: আপনার স্মার্টফোন যদি হঠাৎ করে খুব স্লো হয়ে যায়, তাহলে সাবধান হোন। অনেক সময় হ্যাকাররা বিটকয়েন মাইনিংয়ের জন্য আপনার সিস্টেম ব্যবহার করে। এছাড়া ইন্টারনেটের গতি ভাল থাকার পরও যদি ফোনে ভিডিয়ো স্লো চলছে বলে মনে হয় বা আপনার ডেটা অতিরিক্ত ব্যবহার হচ্ছে বলে মনে হয় সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
7 / 8
অ্যান্টিভাইরাস শাটডাউন: হ্যাকাররা ফোন হ্যাক করার জন্য অনেক সময় অ্যান্টি ভাইরাস এবং সিকিউরিটি সফটওয়্যার বন্ধ করে দেয়। আপনার যদি কোনও সন্দেহ থাকে যে, আপনার অ্যান্টি ভাইরাস কাজ করছে না তাহলে সতর্ক হওয়া দরকার। এই পরিস্থিতি এড়াতে ফোনের অ্যাপ ক্রমাগত আপডেট করতে থাকুন।
8 / 8
ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে: আপনার ফোনের ব্যাটারি যদি হঠাৎ করে দ্রুত শেষ হয়ে যায়। তাহলে আপনাকে সতর্ক থাকতে হবে। এর কারণ হ্যাকাররা আপনার ফোনে কোনও ম্যালওয়্যার সেট করেছে, আর তা ফোনের ব্যাকগ্রাউন্ডে কাজ করছে।