Hearing Loss: ধীরে ধীরে শ্রবণশক্তি হারিয়ে ফেলছেন কি না তা কোন কোন লক্ষণ থেকে বুঝবেন?
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Mar 05, 2022 | 11:58 AM
Hearing Aid: প্রাথমিক অবস্থায় কানের নানান ধরনের সমস্যার (Ear Problems) চিকিৎসা করা না হলে ব্যক্তির মধ্যে বিষণ্নতা, বিচ্ছিন্ন বোধ ও পরে স্মৃতিশক্তির (Memory Loss) সমস্যা দেখা দেয়।
1 / 6
মানুষের বয়স বাড়তেই শ্রবণশক্তিতে পরিবর্তন আসে। তবে হঠাৎ করেই কিন্তু শ্রবণশক্তি কমে যায় না। ধীরে ধীরে তা কমতে শুরু করে। এজন্য অনেকেই তা টের পান না। যদিও সূক্ষ্ম সূক্ষ্ম কিছু লক্ষণ প্রকাশ পায়, যা অনেকেই বুঝতে পারেন না।
2 / 6
শিশুদের কণ্ঠস্বর কি আপনি অস্পষ্ট শোনেন? বার্ধক্যের কারণে অভ্যন্তরীণ কানের অঙ্গ উচ্চ পিচের শব্দগুলো শনাক্তে প্রথমে ব্যর্থ হয়। এর ফলে শিশু ও নারীদের কণ্ঠস্বর শোনা কঠিন হয়ে পড়ে। এমনকি সূর্যাস্তের সময় পাখির কিচিরমিচিরের শব্দও কানে না আসার লক্ষণ কিন্তু মোটেও সুবিধার নয়।
3 / 6
কোলাহলপূর্ণ কোনো জায়গায় কারও সঙ্গে কথোপকথনে কি আপনি অমনযোগী হয়ে পড়েন? যেমন শপিং মল কিংবা রেস্তোরার ব্যাকগ্রাউন্ডের আওয়াজ সাধারণত কম-পিচ হয়। এ কারণে এমন শব্দ আপনার কাছে এফ বা এস এর মতো শোনাতে পারে। আপনার যদি উচ্চ শব্দ শুনতে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি আশেপাশের মানুষের কথার চেয়ে শোরগোল বেশি শুনবেন। এমন সমস্যা হলে আজ থেকেই সতর্ক থাকুন।
4 / 6
কারও কথা ধরতে না পারা কিংবা হঠাৎ করেই কারও কথা বুঝতে না পারার কারণ হতে পারে শ্রবণশক্তি হারানোর প্রাথমিক এক লক্ষণ। বিশেষ করে যখন একসময়ে একাধিক ব্যক্তি কথা বলে তখন যদি আপনি কথাগুলো সঠিকভাবে শুনতে না পান তাহলে দ্রুত অডিওলজিস্টের পরামর্শ নিন।
5 / 6
আপনার কি মনে হয়, কানের মধ্যে মোম বা তরল আটকে আছে? এমন অবস্থায় চিকিৎসকের দ্বারা পরীক্ষার পরও যখন জানা যায় কান পরিষ্কার তখন বুঝতে হবে আপনার শ্রবণশক্তি কমতে শুরু করেছে।
6 / 6
আপনি আগে টিভিতে যে ভলিউমে শব্দ শুনতে স্বাচ্ছন্দ্যবোধ করতেন, এখন কি তার চেয়েও বেশি ভলিউম বাড়াতে হচ্ছে? কিংবা টেলিভিশনের যে কোনও অনুষ্ঠানে কথার চেয়ে ব্যাকগ্রাউন্ড বা বেস টোনগুলো ভাল শুনতে পান? এর অর্থ হল আপনার শ্রবণশক্তি পরীক্ষা করার সময় এসেছে।