TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Apr 27, 2022 | 9:40 AM
গরম বাড়তেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে একাধিক স্বাস্থ্য সমস্যা। ফেব্রুয়ারি মাস থেকে আমাদের দেশে কোভিড গ্রাফও ছিল নিম্নগামী, কিন্তু আবারও চড়চড়িয়ে বাড়তে শুরু করেছে সেই গ্রাফ। বেড়েছে আক্রান্তের সংখ্যাও। সব কিছুর সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছে আবহাওয়াও। ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। ঘড়ির কাঁটা ৮-টা পেরোলেই বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। যে কারণে সারাদিনে প্রচুর পরিমাণ জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। জলের সঙ্গে ফলের রস, ডাবের জল এসব কিন্তু অবশ্যই খাবেন। সেই সঙ্গে রোজ অ্যালোভেরা জুস খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আর অ্যালোভেরা জুস বাইরে থেকে না কিনে এবার বাড়িতেই তা বানিয়ে নিন। জেনে নিন পদ্ধতি
অ্যালোভেরা গাছ থেকে কাটার পর অন্তত ৫ মিনিট জলে ডুবিয়ে রাখুন। এবার মিক্সিতে অ্যালোভেরা জুস বের কে ভাল করে পিষে নিন। সঙ্গে লেবুর রস, সামান্য নুন, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো মিশিয়ে নিতে হবে।
অ্যালোভেরার জুল শরীরের একাধিক উপকারে লাগে। হাঁটুর ব্যথা থেকে কোমরের ব্যথা- সব কিছুর সমাধান আছে এই অ্যালোভেরার জুসে। আর অ্যালোভেরার জেল মুখে লাগালে একাধিক উপকারিতাও পাওয়া যায়। উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বক বজায় রাখতে অ্যালোভেরা জেল খুবই উপকারী।
আজকাল সারাবছরই খুসকির সমস্যা, চুল পড়া এসব লেগেই থাকে। এই খুশকি, চুল পড়ে যাওয়ার সমস্যার হাত থেকেও কিন্তু রক্ষা করে অ্যালোভেরা জুস। পেটে খেলে যেমন উপকার হয় তেমনই হেনার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে লাগালে চুল থাকবে নরম। প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে।