
ত্বক অ্যালোভেরার ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে। ত্বক যেমনই হোক, অ্যালোভেরার গুণাগুণ কেউ উপেক্ষা করতে পারে না। এটি এমন একটি ভেষজ যা ত্বককে পরিষ্কার রাখার পাশাপাশি ব্রণ ও বলিরেখার সমস্যা দূরে করে এবং ত্বকে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা।

ঘরোয়া প্রতিকারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় অ্যালোভেরা। এখন একাধিক নামী-দামি প্রসাধনী পণ্যেও অ্যালোভেরার নির্যাস ব্যবহার করা হয়। কিন্তু সাধারণত অ্যালোভেরা জেলই বেশি ব্যবহৃত হয়। কখনও অ্যালোভেরার তৈরি সাবান ব্যবহারের কথা ভেবেছেন?

অ্যালোভেরার সাবানও একই ভাবে কার্যকর ত্বকের ক্ষেত্রে। এটি ত্বকের বিভিন্ন রোগ দূর করে, শুষ্ক ও পুড়ে যাওয়া ত্বকের চিকিৎসায় দারুণ কাজ করে। উপরন্ত এই সাবান ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তোলে। আপনি সহজ পদ্ধতি মেনে অ্যালোভেরার সাবান বাড়িতেই তৈরি করে নিতে পারবেন।

প্রথম অ্যালোভেরার পাতাটা কেটে কিছুক্ষণ জলে ডুবিয়ে রাখুন। এতে অ্যালোভেরার বিষাক্ত রসটা বেরিয়ে যাবে। এরপর অ্যালোভেরার পাতা থেকে নির্যাসটা বার করে রাখুন। এতে আমন্ড অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর তেল মিশিয়ে নিন।

এক কাপ জলে কয়েক চামচ কস্টিক সোডা দিয়ে ফুটিয়ে নিন। ঘনঘন নাড়তে থাকবেন। এবার অ্যালোভেরার মিশ্রণটিতে এই জলটা ঢেলে দিন। ক্রমাগত নাড়তে থাকবেন যাতে স্টিকি না হয়ে যায়। এরপর এতে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে দিন।

এবার এই মিশ্রণটিকে সাবানের ছাঁচে রেখে ঠান্ডা করে দিন। এভাবে ৫ ঘণ্টা রেখে দিন। তারপর মিশ্রণটিকে ডিপ ফ্রিজে রেখে দিন। একটা গোটা রাত সাবানটা ফ্রিজে রেখে দেবেন। পরদিন সকালে বের করলে দেখবেন অ্যালোভেরার সাবান ব্যবহারের যোগ্য হয়ে গিয়েছে। এবার এটা ব্যবহার করুন।