Recipe: রোজ নতুন কী টিফিট তৈরি করা যায় তা নিয়ে চিন্তিত? মেয়োনিজ দিয়ে তৈরি করুন চিকেন স্যান্ডউইচ
TV9 Bangla Digital | Edited By: megha
Jan 18, 2022 | 4:56 PM
রোজ রোজ মুখরোচক টিফিন তৈরি করা নিয়ে সমস্যা হয়? সহজেই তৈরি করতে পারেন চিকেন স্যান্ডউইচ। এটি সময়ও যেমন কম নেবে, তেমনই পেট ও মন দুটোই ভরাবে আপনার খুদের। দারুণ স্বাদের ও মনপসন্দ উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই চিকেন স্যান্ডউইচ।
1 / 5
যেকোনও খাবারকে লোভনীয় বানাতে কয়েক টুকরো চিকেনই যথেষ্ট। ২ জনের জন্য এই স্যান্ডউইচটি বানাতে মোট সময় লাগবে মাত্র ২৫ মিনিট। তাহলে দেখে নেওয়া যাক, এই সুস্বাদু ও সহজ স্যান্ডউইচটি তৈরি করতে কী কী উপকরণ লাগবে, কীভাবে বানাবেন, তা জেনে নিন…
2 / 5
চিকেন স্যান্ডউইচ তৈরি করতে প্রয়োজন ৪ স্লাইস পাইরুটি, ২০০ গ্রাম চিকেন ব্রেস্ট, ১ চা চামচ আদা-রসুনের পেস্ট, পরিমাণমতো গোলমরিচ পাউডার, ৪-৫টি লেটুস পাতা, ১ টেবিলচামচ বাটার, স্বাদ অনুযায়ী নুন, আধ কাপ মেয়োনিজ।
3 / 5
একটি বোলের মধ্যে চিকেন ব্রেস্ট, আদা-রসুনেক পেস্ট, নুন, গোলমরিচ গুঁড়ো একসঙ্গে যোগ করে ভাল করে মিশিয়ে নিন।
4 / 5
এবার পাউরুটির স্লাইসগুলিতে বাটার লাগিয়ে তার উপর চিকেনের স্টাফিং দিন, সঙ্গে মেয়োনিজও দিয়ে ভাল করে ছড়িয়ে দিন। এবার অপর একটি পাউরুটি তার উপর দিয়ে আলতো করে চেপে বসিয়ে দিন।
5 / 5
স্যান্ডউইচটি তিনকোণা করে কেটে দিতে পারে, আবার গোটাও রাখতে পারেন। প্রয়োজনে স্যান্ডউইচ মেকারে গ্রিলড করে নিতে পারেন। পরিবেশনের সময় চিপস, সস ও মেয়োনিজ দিয়ে সার্ভ করুন।