
নিখুঁত ত্বক সকলেরই স্বপ্ন থাকে। কিন্তু নানা কারণে ত্বকের সমস্যা লেগেই থাকে। তার মধ্যে একটি হল ব্রণ। যদিও ব্রণর সমস্যা পিছু ছাড়লেও, ব্রণর জেদি দাগ সহজে পিছু ছাড়ে না। তখনই নষ্ট হয় মুখের সৌন্দর্য।

সুন্দর ও স্বাস্থ্যবান ত্বক বজায় রাখার জন্য ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং জরুরি। কিন্তু এতেই সীমাবদ্ধ থাকলে আপনার ব্রণর জেদি দাগ দূর হবে না। ত্বকের দাগছোপ দূর করতে আপনি ঘরোয়া প্রতিকারের উপর ভরসা রাখতে পারেন।

মুখের দাগছোপ দূর করতে লেবুর রস মাখুন। লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ হয়। তাছাড়া লেবুর রসে ব্লিচিং উপাদান রয়েছে। তবে মুখের উপর সরাসরি লেবুর রস না মাখাই ভাল। ফেসপ্যাকের সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।

মুখে টক দই মাখতে পারেন। টক দইয়ের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ এবং ল্যাকটিক অ্যাসিড রয়েছে। বেসনের সঙ্গে টক দই মিশিয়ে মুখে মাখুন। এতে ব্রণর দাগ দূর হয়ে যাবে। পাশাপাশি ত্বকের আর্দ্রতা বজায় থাকে।

দাগছোপ দূর করতে মধুও সহায়ক। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা আপনার ত্বককে উজ্জ্বল রাখতে কাজ করে। মধুর গুণে ব্রণও দূর হয়ে যায়।

নিয়মিত মুখে অ্যালোভেরা জেল মাখলে আপনার ত্বকের উপর থেকে দাগছোপ দূর হয়ে যাবে। ত্বকের যাবতীয় সমস্যা থেকে মুক্তি দিতে পারে অ্যালোভেরা। নাইট ক্রিম হিসেবে অ্যালোভেরা জেল ব্যবহার করুন। এতেই কাজ হবে।