Kitchen hacks: সাদা কাপে চায়ের লালচে দাগ মোটেই ভাল দেখায় না! কী ভাবে পরিষ্কার করবেন? রইল টিপস
TV9 Bangla Digital | Edited By: aryama das
Nov 20, 2021 | 2:17 PM
Tips For Kitchen: চা কিংবা কফির কাপ সাদা হলে দেখতে সবচেয়ে সুন্দর লাগে। সেই সঙ্গে আয়েষ করে কফিও খাওয়া যায়। তবে সমস্যা হল নিয়মিত ব্যবহারের ফলে চা,কফির লালচে ছোপ লেগে থাকে কাপে
1 / 5
প্রতিদিন ব্যবহারের ফলে কফি কাপে দাগ এমন ভাবে পড়ে যে হাজার ঘষামাজার পরও কিছুতেই তাকে সরানো যায় না। তখন বাধ্য় হয়েই আমাদের সেই কফি কাপ ফেলে দিতে হয়। শুধু তাই নয়, সাদা শার্টে কোনও কারণে কফি পড়লেও সেই দাগ সহজে দূর করা যায় না। তবে বাড়িতে ঘরোয়া উপায়েই দূর করতে পারেন চা-কফির এই নাছোড়বান্দা লালচে দাগকে। দেখে নিন টিপস।
2 / 5
বাসন মাজার সাবান কফি কাপে ভাল করে লাগিয়ে রাখুন। লিক্যুইড সোপ হলে সবচেয়ে ভাল। এবার তা অন্তত ২ ঘন্টা রেখে দিন। এবার স্ক্রাবার দিয়ে ভাল করে ঘষে ধুয়ে ফেলুন।
3 / 5
কাপে এই লালছে ছোপ দূর করতে ভাল কাজ করে বেকিং সোডাও। স্পঞ্জে সোডা নিয়ে কাপে ভাল করে বুলিয়ে নিন। এবার ১ ঘন্টা রেখে ঘষে ধুয়ে ফেলুন।
4 / 5
আজকাল আপেল সিডার ভিনিগার সবার বাড়িতেই থাকে। হাফ কাপ গরম জলে ২ চামচ ভিনিগার মিশিয়ে ওই মিশ্রণে কাপ ডুবিয়ে রাখুন ৩০ মিনিট। এবার ধুয়ে নিলে দাগ চলে যাবে।
5 / 5
হাফ চামচ পাতিলেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা কাপে ভালো করে বুলিয়ে নিন। এক ঘন্টা পর ধুয়ে নিন হালকা গরম জলে। নিয়মিত এই পদ্ধতি মেনে চললে দাগ উঠে যায়।