Kitchen Hacks: চায়ের কাপের জেদি দাগ তুলবেন কীভাবে? রইল সহজ হ্যাকস

প্রতিদিন ব্যবহারের ফলে কফি বা চায়ের কাপে দাগ এমন ভাবে পড়ে যে হাজার ঘষামাজার পরও কিছুতেই জেদি দাগ ওঠে না। কিছু দিন পর বাতিল করে দিতে হয় ওই কাপ। কিন্তু এবার আর তা করতে হবে না। সহজ উপায়ে কাপের জেদি দাগ তুলে ফেলুন।

| Edited By: megha

Jun 03, 2022 | 7:41 AM

1 / 5
প্রতিদিন ব্যবহারের ফলে কফি বা চায়ের কাপে দাগ এমন ভাবে পড়ে যে হাজার ঘষামাজার পরও কিছুতেই জেদি দাগ ওঠে না। কিছু দিন পর বাতিল করে দিতে হয় ওই কাপ। কিন্তু এবার আর তা করতে হবে না। সহজ উপায়ে কাপের জেদি দাগ তুলে ফেলুন।

প্রতিদিন ব্যবহারের ফলে কফি বা চায়ের কাপে দাগ এমন ভাবে পড়ে যে হাজার ঘষামাজার পরও কিছুতেই জেদি দাগ ওঠে না। কিছু দিন পর বাতিল করে দিতে হয় ওই কাপ। কিন্তু এবার আর তা করতে হবে না। সহজ উপায়ে কাপের জেদি দাগ তুলে ফেলুন।

2 / 5
বাসন মাজার তরল সাবান চায়ের কাপে অন্তত ২ ঘণ্টা লাগিয়ে রাখুন। প্রয়োজনে ওই সাবানে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এরপর স্ক্রাবার দিয়ে একটু জোরে ঘষে নিলেই উঠে যাবে কাপের দাগ।

বাসন মাজার তরল সাবান চায়ের কাপে অন্তত ২ ঘণ্টা লাগিয়ে রাখুন। প্রয়োজনে ওই সাবানে একটু লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এরপর স্ক্রাবার দিয়ে একটু জোরে ঘষে নিলেই উঠে যাবে কাপের দাগ।

3 / 5
কাপের এই লালছে ছোপ দূর করতে ভাল কাজ করে বেকিং সোডাও। স্পঞ্জে সামান্য বেকিং সোডা নিয়ে কাপে ভাল করে বুলিয়ে নিন। এভাবে ১ ঘণ্টা রেখে দিন। এরপর ঘষে ধুয়ে ফেলুন।

কাপের এই লালছে ছোপ দূর করতে ভাল কাজ করে বেকিং সোডাও। স্পঞ্জে সামান্য বেকিং সোডা নিয়ে কাপে ভাল করে বুলিয়ে নিন। এভাবে ১ ঘণ্টা রেখে দিন। এরপর ঘষে ধুয়ে ফেলুন।

4 / 5
আজকাল আপেল সিডার ভিনিগার সবার বাড়িতেই থাকে। এই উপাদানকে কাজে লাগিয়ে তুলে ফেলুন কাপের জেদি দাগ। হাফ কাপ গরম জলে ২ চামচ ভিনিগার মিশিয়ে ওই মিশ্রণে কাপ ডুবিয়ে রাখুন ৩০ মিনিট। এবার ধুয়ে নিলে দাগ চলে যাবে।

আজকাল আপেল সিডার ভিনিগার সবার বাড়িতেই থাকে। এই উপাদানকে কাজে লাগিয়ে তুলে ফেলুন কাপের জেদি দাগ। হাফ কাপ গরম জলে ২ চামচ ভিনিগার মিশিয়ে ওই মিশ্রণে কাপ ডুবিয়ে রাখুন ৩০ মিনিট। এবার ধুয়ে নিলে দাগ চলে যাবে।

5 / 5
পাতিলেবুর রসে উঠে যায় দাগ। হাফ চামচ পাতিলেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা কাপে ভাল করে বুলিয়ে নিন। এক ঘণ্টা পর ধুয়ে নিন হালকা গরম জলে। নিয়মিত এই পদ্ধতি মেনে চললে বাসনের দাগ ছোপ উঠে যাবে।

পাতিলেবুর রসে উঠে যায় দাগ। হাফ চামচ পাতিলেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা কাপে ভাল করে বুলিয়ে নিন। এক ঘণ্টা পর ধুয়ে নিন হালকা গরম জলে। নিয়মিত এই পদ্ধতি মেনে চললে বাসনের দাগ ছোপ উঠে যাবে।