Pets Health Care Tips: প্রচণ্ড গরমে পোষ্যদের কীভাবে যত্ন নেবেন? রইল বেশ কিছু জরুরি টিপস
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Mar 25, 2022 | 5:03 PM
Pets Care in Summer: গ্রীষ্মকাল এলেই পোষ্যদের আচরণে অদ্ভূত আচরণ লক্ষ্য করা যায়। মানুষের মত পরিবর্তিত আবহাওয়ার প্রভাব প্রাণীদের ওপরও পড়ে। বিশেষ করে গ্রীষ্মের সময় তাপমাত্রা যখন গনগনে হয়ে থাকে, তখুন তাদের অবস্থা বেশ শোচনীয় হয়ে যায়।
1 / 8
গ্রীষ্মকাল এলেই পোষ্যদের আচরণে অদ্ভূত আচরণ লক্ষ্য করা যায়। মানুষের মত পরিবর্তিত আবহাওয়ার প্রভাব প্রাণীদের ওপরও পড়ে। বিশেষ করে গ্রীষ্মের সময় তাপমাত্রা যখন গনগনে হয়ে থাকে, তখুন তাদের অবস্থা বেশ শোচনীয় হয়ে যায়।
2 / 8
গরমকালে পোষ্যদের বিশেষ যত্নের প্রয়োজন। গরম ও আর্দ্র দুটো অবস্থাতেই অবলা প্রাণিদের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাবে পড়ে। গরমের দিনগুলিতে আপনার পোষ্যকে নিরাপদে ও সুস্থ-স্বাভাবিক রাখতে কী কী নিয়ম মেনে চলবেন তা একনজরে দেখে নিন।
3 / 8
- গ্রীষ্মকালে প্রাণীদের খাদ্যাভাস পরিবর্তনের প্রয়োজন হয়। এই সময় অতিরিক্ত খাবার একদম দেবেন না। বাসি খাবার এড়িয়ে চলুন। খোলা জায়গায় পড়ে থাকা খাবার একেবারেই দেবেন না।
4 / 8
গরমকালে মানুষের মত তাদেরও হাইড্রেশন রাখা জরুরি। বাড়িতে ও বাড়ির বাইরে সবসম জলের একটি পাত্র রেখে দিন। তরল খাওয়ার উপর নজর দিন। ডায়েটে এমন খাবার রাখুন, যেটি খুব সহজে হজম করতে সাহায্য করে।
5 / 8
প্রচণ্ড গরমের সময় ঠান্ডা জায়গায় যতটা সম্ভব রাখার চেষ্টা করুন। ঠান্ডা হাওয়ায় প্রাণিরা মেঝেতে শুয়ে থাকতে পছন্দ করে। সকালে ও চবিকেলে খেলার সময় যেন তাপমাত্রা বেশ অনুকূলে থাকে।
6 / 8
বেশ কিছু পোষ্য রয়েছে যাঁরা জলের বাটি থেকে জল মেঝেতে ফেলে দিতে পছন্দ করে। শরীর ঠান্ডা রাখতে সেই জলের উপর শুয়ে পড়ে। এমন কার্যকলাপ থেকে তাদের বিরক্ত করবেন না। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য তারা এমন আচরণ করে থাকে।
7 / 8
চরম গরমের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এসি বা জোড়ে পাখা চালান।
8 / 8
পোষ্যের সারা গায়ে যদি বড় ও নরম লোম থাকে তাহলে তাদের অতিরিক্ত যত্নের প্রয়োজন। কারণ লোমের কারণে গরমকালে গরম আরও বেশি অনুভব হয়।