Hair Care: তেল-শ্যাম্পু নয়, এই পাতা বেটে মিশিয়ে লাগালেই বন্ধ হবে চুল পড়া

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

May 29, 2023 | 8:45 AM

Hair Fall: বাজার চলতি সব শ্যাম্পু চুলের দন্য যে ভাল এমনটা একেবারেই নয়

1 / 8
কোনও একটি নির্দিষ্ট ঋতুতে নয়, চুল পড়ে যাওয়ার সমস্যা এখন লেগেই থাকে বছরভর। তেল, শ্যাম্পু ব্যবহার করলেও যে কাজের কাজ হয় এমনও কিন্তু নয়।

কোনও একটি নির্দিষ্ট ঋতুতে নয়, চুল পড়ে যাওয়ার সমস্যা এখন লেগেই থাকে বছরভর। তেল, শ্যাম্পু ব্যবহার করলেও যে কাজের কাজ হয় এমনও কিন্তু নয়।

2 / 8
বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করে কিংবা তেলের মধ্যে মেথি-কারিপাতা-জবা ফুল মিশিয়েও কাজ হচ্ছে না? তাহলে ব্যবহার করুন এই পাতা। কাজ হবেই।

বাজার চলতি প্রোডাক্ট ব্যবহার করে কিংবা তেলের মধ্যে মেথি-কারিপাতা-জবা ফুল মিশিয়েও কাজ হচ্ছে না? তাহলে ব্যবহার করুন এই পাতা। কাজ হবেই।

3 / 8
হিন্দুদের কাছে খুবই শুভ হল পান। যে কোনও শুভ অনুষ্ঠানে পান ব্যবহার করা হয়ে থাকে। পুজোতে যেমন পান লাগে তেমনই বিয়েতেও পান লাগে।

হিন্দুদের কাছে খুবই শুভ হল পান। যে কোনও শুভ অনুষ্ঠানে পান ব্যবহার করা হয়ে থাকে। পুজোতে যেমন পান লাগে তেমনই বিয়েতেও পান লাগে।

4 / 8
এছাড়াও মুখশুদ্ধি হিসেবে পানের প্রচুর ব্যবহার রয়েছে। অনেকে এখনও বাড়িতে পানের বাটা রাখেন। খাওয়ার পর পান-সুপুরি চেবানো বাঙালির অনেককালের অভ্যাস।

এছাড়াও মুখশুদ্ধি হিসেবে পানের প্রচুর ব্যবহার রয়েছে। অনেকে এখনও বাড়িতে পানের বাটা রাখেন। খাওয়ার পর পান-সুপুরি চেবানো বাঙালির অনেককালের অভ্যাস।

5 / 8
এছাড়াও রূপচর্চাতেও কাজে লাগানো যায় পানপাতা। ত্বক টানটান করতেও কাজে আসে এই পাতা। চুলের যত্নেও কিন্তু কাজে লাগানো যায় এই পানপাতাকে।

এছাড়াও রূপচর্চাতেও কাজে লাগানো যায় পানপাতা। ত্বক টানটান করতেও কাজে আসে এই পাতা। চুলের যত্নেও কিন্তু কাজে লাগানো যায় এই পানপাতাকে।

6 / 8
মুঠো মুঠো চুল পড়া ঠেকাতেও কাজে লাগানো যায় পানপাতা। আয়ুর্বেদেও ব্যবহার রয়েছে এই পান পাতার। চুল পড়া কমাতে অনেকদিন ধরেই আয়ুর্বেদে ব্যবহার করা হচ্ছে এই পান পাতা।

মুঠো মুঠো চুল পড়া ঠেকাতেও কাজে লাগানো যায় পানপাতা। আয়ুর্বেদেও ব্যবহার রয়েছে এই পান পাতার। চুল পড়া কমাতে অনেকদিন ধরেই আয়ুর্বেদে ব্যবহার করা হচ্ছে এই পান পাতা।

7 / 8
২ চামচ নারকেল তেল, ক্যাস্টর অয়েল ১ চামচ আর পান পিষে নিয়ে একসঙ্গে ভাল করে ফুটিয়ে নিন। এই তেল স্ক্যাল্পে ঘষে ঘষে ম্যাসাজ করে নিন। এতে চুল পড়া কমবে।

২ চামচ নারকেল তেল, ক্যাস্টর অয়েল ১ চামচ আর পান পিষে নিয়ে একসঙ্গে ভাল করে ফুটিয়ে নিন। এই তেল স্ক্যাল্পে ঘষে ঘষে ম্যাসাজ করে নিন। এতে চুল পড়া কমবে।

8 / 8
চুলের জেল্লা ফেরাতেও ব্যবহার করা যায় এই পানের পাতা। জবা পাতা, পান পাতা, কারিপাতা একসঙ্গে বেটে নিন। এবার তা নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিয়ে চুলের গোড়ায় ভাল করে ম্যাসাজ করে নিন। এতে চুল পড়া বন্ধ হবেই।

চুলের জেল্লা ফেরাতেও ব্যবহার করা যায় এই পানের পাতা। জবা পাতা, পান পাতা, কারিপাতা একসঙ্গে বেটে নিন। এবার তা নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে নিয়ে চুলের গোড়ায় ভাল করে ম্যাসাজ করে নিন। এতে চুল পড়া বন্ধ হবেই।

Next Photo Gallery