TV9 Bangla Digital | Edited By: megha
Dec 31, 2022 | 12:23 PM
শীত পড়লেই ত্বকে টান পড়ে। এই সময় ত্বকের যত্ন না নিলে মুখে চোখে বার্ধক্যের ছাপ লক্ষ্য করা যায়। এক্ষেত্রে আপনি স্কিন কেয়ার রুটিন যদি স্কিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সমস্যা বাড়তে পারে।
অলিভ অয়েলকে রূপচর্চার অঙ্গ করে তুলুন। অলিভ অয়েলের স্বাস্থ্যগুণ সম্পর্কে সকলেরই জানা। এই তেল কিন্তু ত্বকেরও যত্ন নিতে পারে। খাবারে অলিভ অয়েল ব্যবহারের পাশাপাশি ত্বকের মাখলে উপকার পাবেন।
অলিভ অয়েলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ত্বককে ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে। এতে ত্বকের স্বাস্থ্য ভাল থাকে। পাশাপাশি এতে ত্বকের প্রাকৃতিক জেল্লা বৃদ্ধি পায়।
অলিভ অয়েল প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। অলিভ অয়েলের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এটি ত্বককে পুষ্টি জোগাতে সাহায্য করে। এতে ত্বকের আর্দ্রতাও বজায় থাকে।
অলিভ অয়েলের মধ্যে ভিটামিন ই রয়েছে। এটি ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করতে সাহায্য করে। ত্বকের উপর কীভাবে অলিভ অয়েল ব্যবহার করবেন, দেখে নিন...
কয়েক ফোঁটা অলিভ অয়েল নিয়ে ত্বকের উপর মালিশ করতে পারেন। এতে ত্বকে রক্ত সঞ্চালন উন্নত হবে এবং সংক্রমণের ঝুঁকি কমে যাবে। পাশাপাশি এতে ত্বকের প্রাকৃতিক জেল্লা বাড়বে।
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে আপনি যে কোনও ফেসপ্যাকে অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতেও ত্বকের জেল্লা বাড়বে। অলিভ অয়েলের ফেসপ্যাক ব্যবহার করলে ত্বকের দাগছোপও দূর হয়ে যাবে।