Papaya Gel: খরচা করে ফেসিয়াল নয়, এই ফলের জেল দিয়ে মালিশ করলেই ঝকঝক করবে মুখ

Home Facial Tips: পেঁপেতে উপস্থিত অ্যান্টিবায়োটিক উপাদান ত্বকে কোনও ধরণের সংক্রমণকে বাসা বাঁধতে দেয় না। আগে থেকেই কোনও স্কিন ইনফেকশান থাকলে এটি লাগিয়ে তা সারিয়ে তুলতে পারেন

| Edited By: রেশমী প্রামাণিক

May 31, 2023 | 10:07 PM

1 / 8
শরীরের জন্য খুবই উপকারী পেঁপে। কাঁচা অবস্থায় যেমন খাওয়া যায় তেমনই পাকা পেঁপেও শরীরের জন্য খুব ভাল। পেট পরিষ্কার রাখতে এই ফলটির কোনও জুড়ি নেই।

শরীরের জন্য খুবই উপকারী পেঁপে। কাঁচা অবস্থায় যেমন খাওয়া যায় তেমনই পাকা পেঁপেও শরীরের জন্য খুব ভাল। পেট পরিষ্কার রাখতে এই ফলটির কোনও জুড়ি নেই।

2 / 8
পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও পেঁপের মধ্যে কোনও ক্যালোরি নেই, সুক্রোজও পরিমাণে খুব বেশি থাকে না। তাই সুগারের রোগীদের রোজ একবাটি করে পাকা পেঁপে খেতে বলা হয়।

পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও পেঁপের মধ্যে কোনও ক্যালোরি নেই, সুক্রোজও পরিমাণে খুব বেশি থাকে না। তাই সুগারের রোগীদের রোজ একবাটি করে পাকা পেঁপে খেতে বলা হয়।

3 / 8
পেঁপে যেমন শরীরের জন্য ভাল তেমনই পেঁপে দিয়ে রূপচর্চাও করা যায়। পেঁপে দিয়ে ফেসিয়াল তো অনেকেই করান। তবে পেঁপের জেল ব্যবহার করেছেন কি

পেঁপে যেমন শরীরের জন্য ভাল তেমনই পেঁপে দিয়ে রূপচর্চাও করা যায়। পেঁপে দিয়ে ফেসিয়াল তো অনেকেই করান। তবে পেঁপের জেল ব্যবহার করেছেন কি

4 / 8
দোকানে নামীদামী ব্র্যান্ডের পাপায়া ফেসিয়াল জেল কিনতে পাওয়া যায়। কিন্তু একটু সময় বের করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই জেল।

দোকানে নামীদামী ব্র্যান্ডের পাপায়া ফেসিয়াল জেল কিনতে পাওয়া যায়। কিন্তু একটু সময় বের করে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন এই জেল।

5 / 8
একেবারে টসটসে পাকা পেঁপে ছাড়া জেল বানানো যাবে না।  অতিরিক্ত পাকা পেঁপে হলে আরও ভাল। এই পেঁপের ক্কাথ বের করে নিতে হবে।

একেবারে টসটসে পাকা পেঁপে ছাড়া জেল বানানো যাবে না। অতিরিক্ত পাকা পেঁপে হলে আরও ভাল। এই পেঁপের ক্কাথ বের করে নিতে হবে।

6 / 8
এবার তা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। এরপর এর মধ্যে তিনটে ভিটামিন ই ক্যাপসুল, কোল্ড প্রেসড নারকেল তেল আর অল্প গ্লিসারিন মেশান।

এবার তা মিক্সিতে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিন। এরপর এর মধ্যে তিনটে ভিটামিন ই ক্যাপসুল, কোল্ড প্রেসড নারকেল তেল আর অল্প গ্লিসারিন মেশান।

7 / 8
এবার এই পুরো মিশ্রণটি ৬ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এরপর তা ঠান্ডা অবস্থাতেই মুখে মাখুন। রোজ রাতে এই জেল মুখে মালিশ করলে অনেক উপকার পাবেন।

এবার এই পুরো মিশ্রণটি ৬ ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। এরপর তা ঠান্ডা অবস্থাতেই মুখে মাখুন। রোজ রাতে এই জেল মুখে মালিশ করলে অনেক উপকার পাবেন।

8 / 8
এই জেল ব্যবহার করার পর অর্থাৎ মুখে লাগানোর পর ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন না। ভাল করে ম্যাসাজ করেই ঘুমিয়ে পডুন। এই জেল ত্বক হাইড্রেট রাখে এবং ডিপ ময়শ্চারাইজ করে। আপনার ত্বক শুষ্ক হলে এটি নিয়মিত ব্যবহার করে সুফল পেতে পারেন

এই জেল ব্যবহার করার পর অর্থাৎ মুখে লাগানোর পর ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন না। ভাল করে ম্যাসাজ করেই ঘুমিয়ে পডুন। এই জেল ত্বক হাইড্রেট রাখে এবং ডিপ ময়শ্চারাইজ করে। আপনার ত্বক শুষ্ক হলে এটি নিয়মিত ব্যবহার করে সুফল পেতে পারেন