Green Coffee: ত্বকের ক্যান্সারকে প্রতিরোধ করতে পারে সবুজ কফি! কীভাবে জানেন?
কফি ত্বকের ক্ষেত্রে সহায়ক এটা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু গ্রিন বা সবুজ কফি ত্বকের ওপর কী প্রভাব ফেলে জানেন? জেনে নিন সবুজ কফির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তার সঙ্গে ত্বকের ওপর কীভাবে ব্যবহার করবেন এই সবুজ কফি, তারও টিপস রইল আপনার জন্য!