TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Mar 23, 2023 | 11:24 AM
গরমে স্লিভলেস পোশাক পরলে তার আগে হাত-পায়ের লোম তুলে নিতে হবে। নইলে দেখতে খুব অপরিষ্কার লাগে। এবার চটজলদি হাত-পায়ের লোম তুলতে অনেকেই রেজার ব্যবহার করেন।
খরচ বেশি বলে অনেকেই ওয়্যাক্সিং করতে চান না। তবে ওয়্যাক্সিং এর ফলাফল অনেক ভাল কারণ তা অনেকদিন পর্যন্ত স্থায়ী থাকে। সেই সঙ্গে একেবারে গোড়া থেকে রোম উপড়ে ফেলা যায়।
ত্বক নরম রাখতে ওয়্যাক্সিং ভরসা। কিন্তু রেজার ব্যবহার করলে চামড়া মোটা হয়ে যায় সেই সঙ্গে রোমের গ্রোথ উল্টো দিকে হয়।
শেভিং বার বার করলে ত্বক শুকনো হতে শুরু করে। আর ত্বকের সেই মোলায়েম ভাবটাও থাকে না। অনেকের ত্বকে কালো প্যাচ পড়ে যায়। আর রোম অনেক বেশি মোটা হয়।
শেভিং নিজেই করা যায় তার জন্য অন্য কারোর উপর ভরসা করে থাকতে হয় না। তবে ওয়্যাক্স পার্লার ছাড়া কোনও ভাবেই হয় না। আর ওয়্যাক্স করলে ব্যথা লাগে একটু।
অনেকের ওয়্যাক্সের পর অ্যালার্জির সমস্যা হয়। ত্বক লাল হয়ে যায়। আর পর পর ওয়্যাক্সিং করলে ত্বক অনেক বেশি স্পর্শকাতর হয়ে যায়।
শেভিং এর সময় সব সময় নতুন রেজার ব্যবহার করুন। মাসে একবারের বেশি ব্যবহার নয়। আর অন্যের রেজারও কিন্তু ব্যবহার করবেন না