TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Jan 06, 2023 | 7:30 AM
অবসরের পর আর্থিক সংস্থানের জন্য অন্যতম ভরসা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও। প্রত্য়েক মাসেই কর্মীদের বেতন থেকে একটি নির্দিষ্ট অঙ্ক কেটে নেওয়া হয় ইপিএফও বা পিএফ ফান্ডে জমা রাখার জন্য। যে সংস্থায় কাজ করেন, তাদের তরফেও সমপরিমাণ অর্থ জমা রাখা হয় এই অ্যাকাউন্টে। এভাবেই অবসরের পর কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার জন্য পিএফ ফান্ড গড়ে তোলা হয়।
ইপিএফও বা পিএফ ফান্ডের ব্যালেন্স চেক করা বা টাকা তোলার জন্য প্রয়োজন পড়ে একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএনের। তবে অনেক সময় এই নম্বর কর্মীদের কাছে থাকে না। আবার সংস্থা বন্ধ হয়ে গেলেও সেক্ষেত্রে ইউএএন পাওয়া যায় না। তবে চিন্তার কারণ নেই। ইউএএন ছাড়াও এখন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক ও টাকা তোলা যায়।
যদি কারোর কাছে ইউএএন নম্বর না থাকে বা সেই নম্বর ভুলে যান, তবে ০১১-২২৯০১৪০১৬ নম্বরে নিজের রেজিস্টার নম্বর থেকে মিসড কল দিলেই পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করা যায়। তবে এর জন্য ইউএএন পোর্টালে নাম ও ফোন নম্বর নথিভুক্ত থাকতে হবে এবং কেওয়াইসি আপডেট থাকতে হবে।
ফাইল ছবি
নন-আধার কম্পোজিট ক্লেম ফর্মের ক্ষেত্রে ফর্মটি অ্যাটেস্টেট হতে হবে কোনও গেজেটেড অফিসার, ম্যাজিস্ট্রেট বা ব্য়াঙ্ক ম্যানেজারকে দিয়ে ।
ফাইল চিত্র