Hrithik Break Stereotypes: ‘বিক্রম বেধা’ ছবিতে নিজেকে ভেঙেছেন হৃত্বিক, এর আগেও এমন করেছেন বহুবার

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Oct 08, 2022 | 8:02 PM

Hrithik Break Stereotypes: নিজেকে ভাঙতে গড়তে ভালবাসেন হৃত্বিক রোশন। কেরিয়ারের শুরু থেকেই তিনি নিজেকে নিয়ে নানা ধরনের ছবিতে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

1 / 6
‘বিক্রম বেধা’ ছবিতে বেধা উত্তর প্রদেশের এক গ্যাংস্টার। এই চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশন। তামিল ছবির রিমেকে এই চরিত্রটি করেন বিজয় সেতুপতি। ছবিতে হৃত্বিকের প্রথম লুক থেকেই চর্চায়। যত ছবির নানা লুক সামনে এসেছে তাঁর, দর্শকের আগ্রহ ততই বেড়েছে। তবে এই প্রথম নয়, হৃত্বিক বহুবার নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। আর দর্শক তা পছন্দও করেছেন।

‘বিক্রম বেধা’ ছবিতে বেধা উত্তর প্রদেশের এক গ্যাংস্টার। এই চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশন। তামিল ছবির রিমেকে এই চরিত্রটি করেন বিজয় সেতুপতি। ছবিতে হৃত্বিকের প্রথম লুক থেকেই চর্চায়। যত ছবির নানা লুক সামনে এসেছে তাঁর, দর্শকের আগ্রহ ততই বেড়েছে। তবে এই প্রথম নয়, হৃত্বিক বহুবার নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। আর দর্শক তা পছন্দও করেছেন।

2 / 6
বাবা রাকেশ রোশনের হাত ধরে প্রথম হৃত্বিক নিজেকে নিয়ে করেন এক্সপেরিমেন্ট। তিনি কৃশ ছবিতে করেন সুপার হিরোর চরিত্রে অভিনয়। একটা এই ছবি ফ্র্যাঞ্চাইজিতে তিনটে ছবি রিলিজ করেছে। প্রত্যেকটি ছবিই দর্শক পছন্দ করেছেন। কৃশ ৪ ছবির কাজ শুরু হতে পারে এই খবর রয়েছে বলিউডে।

বাবা রাকেশ রোশনের হাত ধরে প্রথম হৃত্বিক নিজেকে নিয়ে করেন এক্সপেরিমেন্ট। তিনি কৃশ ছবিতে করেন সুপার হিরোর চরিত্রে অভিনয়। একটা এই ছবি ফ্র্যাঞ্চাইজিতে তিনটে ছবি রিলিজ করেছে। প্রত্যেকটি ছবিই দর্শক পছন্দ করেছেন। কৃশ ৪ ছবির কাজ শুরু হতে পারে এই খবর রয়েছে বলিউডে।

3 / 6
সঞ্জয়লীলা ভনসালি তাঁকে নিয়ে একেবারে অন্যরকমের পরীক্ষা-নিরীক্ষা করেন গুজারিশ ছবিতে। প্যারাপ্লেজিক ব্যক্তির চরিত্রে অভিনয় করেন তিনি এই ছবিতে। যিনি মানসিক এবং শারিরীক ভাবে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। তাই চায় স্বেচ্ছাম-মৃত্যু। ম্যাজিশান থেকে একেবারে প্রতিবন্ধী- দুই রকম চরিত্র পাওয়া যায় তাঁকে।

সঞ্জয়লীলা ভনসালি তাঁকে নিয়ে একেবারে অন্যরকমের পরীক্ষা-নিরীক্ষা করেন গুজারিশ ছবিতে। প্যারাপ্লেজিক ব্যক্তির চরিত্রে অভিনয় করেন তিনি এই ছবিতে। যিনি মানসিক এবং শারিরীক ভাবে প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। তাই চায় স্বেচ্ছাম-মৃত্যু। ম্যাজিশান থেকে একেবারে প্রতিবন্ধী- দুই রকম চরিত্র পাওয়া যায় তাঁকে।

4 / 6
এই তালিকায় কাবিল ছবি একেবারে চমকে দেওয়া চরিত্র। অন্ধব্যক্তির ভূমিকাতেই তিনি শুধু অভিনয় করেন না, একজন স্বয়ংসম্পূর্ণ তথা বিপজ্জনক চরিত্রে অভিনয় করেন। ২ ঘণ্টার ছবিতে হৃত্বিক অসহায় এক অন্ধ ব্যক্তি থেকে চরম আত্মবিশ্বাসী একজন মানুষের ভুমিকায় অভিনয় করেন।

এই তালিকায় কাবিল ছবি একেবারে চমকে দেওয়া চরিত্র। অন্ধব্যক্তির ভূমিকাতেই তিনি শুধু অভিনয় করেন না, একজন স্বয়ংসম্পূর্ণ তথা বিপজ্জনক চরিত্রে অভিনয় করেন। ২ ঘণ্টার ছবিতে হৃত্বিক অসহায় এক অন্ধ ব্যক্তি থেকে চরম আত্মবিশ্বাসী একজন মানুষের ভুমিকায় অভিনয় করেন।

5 / 6
সুপার ৩০ ছবিতে হৃত্বিক বাস্তব জীবনের নায়ক আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করেন। দেহাতি হিন্দী ভাষা রপ্ত করে অভিনয় করাটা কম চ্যালেঞ্জিং ছিল না তাঁর জন্য। গ্রিক দেবতা থেকে তিনি একেবারে বিহারের দেহাতি মানুষ। দর্শক লুক থেকে ছবি দেখে একেবারে অবাক হয়ে যান।

সুপার ৩০ ছবিতে হৃত্বিক বাস্তব জীবনের নায়ক আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করেন। দেহাতি হিন্দী ভাষা রপ্ত করে অভিনয় করাটা কম চ্যালেঞ্জিং ছিল না তাঁর জন্য। গ্রিক দেবতা থেকে তিনি একেবারে বিহারের দেহাতি মানুষ। দর্শক লুক থেকে ছবি দেখে একেবারে অবাক হয়ে যান।

6 / 6
মহেঞ্জোদারও ছবিতে তিনি সিন্ধু সভ্যতার যুগের এক মানুষ। সেই সময়ের লুক নিতে গিয়ে একেবারে গ্রিক দেবতার মতো লাগে পুরো ছবিতে তাঁকে। আশুতোষ গোয়ারিকর তাঁকে একেবারে অন্য রকমভাবে দর্শকদের কাছে নিয়ে আসেন। হৃত্বিকও পরিচালকের ইচ্ছেকে যোগ্য সঙ্গত দিয়ে ছবিতে নিজেকে অন্য মাত্রায় তুলে ধরেন।

মহেঞ্জোদারও ছবিতে তিনি সিন্ধু সভ্যতার যুগের এক মানুষ। সেই সময়ের লুক নিতে গিয়ে একেবারে গ্রিক দেবতার মতো লাগে পুরো ছবিতে তাঁকে। আশুতোষ গোয়ারিকর তাঁকে একেবারে অন্য রকমভাবে দর্শকদের কাছে নিয়ে আসেন। হৃত্বিকও পরিচালকের ইচ্ছেকে যোগ্য সঙ্গত দিয়ে ছবিতে নিজেকে অন্য মাত্রায় তুলে ধরেন।

Next Photo Gallery