TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Sep 03, 2022 | 12:52 PM
কখনও সামনে উঠে আসে এটি শাহরুখ খান, কখনও আবার রণবীর সিং। তবে সেটা যে হৃত্বিক হতে পারে অনেকেই প্রথমটায় তা অনুমান করেননি। তবে জল্পনায় ঘি ঢেলে এবার কোন ইঙ্গিত দিলেন হৃত্বিক রোশন!
তারই মাঝে একাধিক ছবির খবর নিয়ে ভাইরাল হৃত্বিক রোশন। ফাইটার থেকে শুরু করে রামায়ণ, তাঁর আগামী ছবি ঘিরে এখন নানা জল্পনা বি-টাউনে। এরই মাঝে অন্যতম ছবির নাম হল ব্রহ্মাস্ত্র। শোনা যায় ব্রহ্মাস্ত্র ২ ছবির প্রস্তাব ছিল তাঁর কাছেই।
কৃষ ছবি এই পিতা-পুত্র জুটির অন্যতম জনপ্রিয় ছবি। সেই সিরিজ় থেকেই বাদ পড়ছে বাবা! বলিউডে এমনই জল্পনা তুঙ্গে। কারণ হিসেবে শোনা যাচ্ছে অন্য খবর। হৃত্বিকের ভাবনায় ছবির বাজার। বর্তমানে দর্শকদের স্বাদ বদল ঘটেছে।
সেই কারণেই এবার তিনিও নতুন কোনও ট্যালেন্টেড পরিচালক খোঁজ করছেন। যিনি হৃত্বিকের অ্যাকশন মাত্রাকে ছুঁতে পারবেন। সেই সুবাদেই ছবি পরিচালনা থেকে বাদ পড়ার সম্ভাবনা রাকেশ রোশনের।
হৃত্বিক রোশন- এই তালিকায় হৃত্বিক রোশন জায়গা করে নিয়েছেন চতুর্থ স্থানে। তিনি সকলকে তাক লাগিয়ে বলিউডে কাম ব্যাক করেছিলেন সুপার ৩০ ছবি দিয়ে। বর্তমানে দুই বিগ প্রজেক্টের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।