Huma Qureshi Fashion: হুমার নতুন সাজে ফিরে দেখুন পুরনো দিনের বলিউডকে
TV9 Bangla Digital | Edited By: শোভন রায়
Aug 27, 2021 | 7:21 AM
ওল্ড-ওয়ার্ল্ড গ্ল্যামার এখন ফ্যাশন দুনিয়ার নতুন চল। সেলিব্রিটিদের প্রায়শই দেখা যায় যে তাঁরা একটি নির্দিষ্ট উপায়ে তাঁদের চুল স্টাইল করছেন। কিংবা এমন পোশাক পরেছেন যা আগেকার দিনের স্টাইলকে আরও ভাল ভাবে প্রোমোট করতে পারে।
1 / 6
অভিনেতা হুমা খুরেশি সম্প্রতি বেনু সেহগালের একটি সূচিকর্মের পোশাককে তাঁর এই অভিনব স্টাইলের জন্য বেছে নিয়েছিলেন। তিনি এই পোশাকের মধ্যে দিয়ে পুরনো দিনের ফ্যাশন সেন্সের পুনরুদ্ধার করার একটা নিদারুণ চেষ্টা করেছেন। আজকের দিনে এই ধরনের চেষ্টা অনেক সেলিব্রিটিদের মধ্যেই দেখতে পাওয়া যায়।
2 / 6
তাঁর পোশাকে কাঁধের দিকে ফারের সুন্দর কাজ ছিল। যা তাঁর সামগ্রিক আভিজাত্যকে আরও বাড়িয়ে তুলেছিল। এছাড়াও এই ফারের কাজের ডিটেলিং পোশাকটির নিজস্ব এবং হুমার বোল্ডনেসকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে।
3 / 6
লেয়ারড ফ্রিঞ্জ দিয়ে সাজানো এই পোশাক হুমাকে অসাধারণ সুন্দর করে তুলেছে। সামগ্রিক সাজসজ্জায় তাঁকে একটা অর্থডক্স লুক এনে দিয়েছিল। তাঁর এই লুকই প্রমাণ করে দেয় যে তিনি আগেকার দিনের ফ্যাশন স্টেটমেন্টের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টাতেই এই ধরনের সাজকে বেছে নিয়েছিলেন।
4 / 6
আইলাইনার গুলি বেশ কিছুটা লম্বা করে টেনে ব্যবহার করা হয়েছিল। যা তাঁর পোশাকের পাশাপাশি মেক আপের দৃষ্টিভঙ্গিকেও বলিষ্ঠ করে তুলেছিল। তাছাড়া এই ধরনের আইলাইনারের ব্যবহার আগেকার দিনে বলিউডের একটা স্বাভাবিক চল ছিল। যা হুমা পুনরায় সামনে এনে রেখেছেন। মেডলি সাজে নিজেকে সাজিয়ে তুলে ফ্যানদের মন কেড়ে নিয়ে পেরেছেন তিনি।
5 / 6
উজ্জ্বল লাল লিপস্টিক এবং ডাইওসা প্যারিসের অত্যাশ্চর্য হীরের কানের দুল তাঁর সাজ সম্পূর্ণ করে তুলেছিল। মেক আপে বিশেষ নজর দেওয়া হয়েছিল কারণ মেক আপের সঙ্গে তাঁর এই সাজ একটি বিশেষ সেতু তৈরি করতে পেরেছিল।
6 / 6
Who Wore That-এর স্টাইল করা ছিল তাঁর এই রূপ। শক্ত গিঁট দিয়ে তাঁর চুল বাঁধা ছিল। এই স্টাইল ইতিমধ্যেই ইন্টারনেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে। বিশেষ কিছু এরটিক পোজ এবং নিজের সিগনেচার চাহুনি দিয়ে তিনি বরাবরই বিভিন্ন সাজে নিজেকে অনন্যা করে তুলতে পেরেছিলেন। এবারও সেই একই জিনিসই দেখা গেল। তাঁর পোশাকের পাশাপাশি তাঁর চাহুনি এবং পোজ এই সামগ্রিক ফটোশুটকে অন্য মাত্রা এনে দিয়েছে।