Kiara-Sidharth Wedding: শ্বশুর নৌবাহিনীতে, শাশুড়ি কী করেন? চিনুন কিয়ারার শ্বশুরবাড়ির সকলকে
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Feb 09, 2023 | 11:58 AM
Kiara-Sidharth Wedding: হাতে আর মাত্র একদিন। এরপরেই কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা এক হতে চলেছেন। তাঁর আগে আলাপ করে নেওয়া যাক মালহোত্রা পরিবারের বাকি সদস্যদের সঙ্গে।
1 / 8
আজই কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা এক হতে চলেছেন। তাঁর আগে আলাপ করে নেওয়া যাক মালহোত্রা পরিবারের বাকি সদস্যদের সঙ্গে।
2 / 8
এক পঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা সিদ্ধার্থের। পড়াশোনা করেছেন দিল্লির ডন বস্কো স্কুল থেকে। এর পর দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে শহিদ ভগৎসিং কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি।
3 / 8
তাঁর বাবার নাম সুনীল মন্টি মালহোত্র। তিনি পেশায় মার্চেন্ট নেভির প্রাক্তন অধিনায়ক।
4 / 8
তাঁর মা রীমা মালহোত্র ছোট থেকে সামলেছেন ঘর সংসার। স্বামী বাইরে থাকায় একা হাতে মানুষ করেছেন দুই ছেলেকে।
5 / 8
সিদ্ধার্থের এক দাদা রয়েছে। দাদার নাম হর্ষদ মালহোত্রা। তাঁর স্ত্রীয়ের নাম পূর্ণিমা মালহোত্রা।
6 / 8
তাঁদের এক সন্তানও রয়েছে। নাম অধিরাজ মালহোত্রা। অধিরাজের সঙ্গে বেশ ভালই সম্পর্ক সিদ্ধার্থের।
7 / 8
কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করছেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের।
8 / 8
সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। যা পরিণতি পেতে চলেছে আগামী কাল অর্থাৎ সোমবার।