
জ্যোতিষশাস্ত্র মতে, নানা কাজ রয়েছে, যা সন্ধেবেলায় করতে নেই। যে বাড়িতে তেমন কাজ করা হয়, সেখানে নেতিবাচক শক্তি বাড়ে। জীবনে অশান্তি দেখা যায়। (Pic Credit - Freepik)

সন্ধ্যাবেলা আসলে শান্তির সময়। এমন সময়ে বেশ কিছু কাজ করতে নেই। জেনে নিন তেমন ৫ কাজ, যা করলে আপনার জীবনে অনুতাপের শেষ থাকবে না। (Pic Credit - Freepik)

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু কাজ সন্ধ্যায় করা উচিত নয়। কারণ এই কাজগুলি করলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং জীবনে অশান্তি দেখা দেয়। নিম্নে আলোচনা করা হল তেমন ৫ কাজের কথা। (Pic Credit - Freepik)

ময়লা-আবর্জনা বাড়ি থেকে সরানো: সন্ধ্যায় ময়লা-আবর্জনা বাড়ি থেকে ফেলা ঠিক নয়। তাতে ঘরের শক্তি নষ্ট হয়ে যায়। বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যায় আবর্জনা ফেললে লক্ষ্মী ঘরে থাকেন না। সেই ব্যক্তি আর্থিক সমস্যায় পড়েন। (Pic Credit - Freepik)

চুল ও নখ কাটা: সন্ধ্যায় চুল বা নখ কাটলে শরীরের শক্তি কমে যায়। এ ছাড়া মানসিক অস্থিরতা বাড়ে। এবং যে ব্যক্তি এ কাজ করেন তাঁর স্বাস্থ্যগত সমস্যা বাড়ে। তেমনটই বলছে জ্যোতিষশাস্ত্র। (Pic Credit - Freepik)

ঘর পরিষ্কার করা: সন্ধ্যায় ঘর পরিষ্কার করলে ঘরের পজিটিভ এনার্জি কমে যায়। এই সময়টি বিশ্রাম নেওয়ার এবং পূজা পাঠ করার সময়। এমন পরিস্থিতিতে সন্ধ্যায় ঘর পরিষ্কার করলে ঘরে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। (Pic Credit - Freepik)

ধারালো বস্তুর ব্যবহার: সন্ধ্যায় ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়। এতে মানসিক অস্থিরতা দেখা দেয়। এবং ঘরে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে। এই সকল কাজ করলে জীবনে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়। যা কোনও ব্যক্তির মানসিক অস্থিরতা সৃষ্টি করে। এই ধরুন অনেকে সন্ধেবেলা সবজি কাটেন। তাতে ধারালো বস্তু ব্যবহার করেন। এ কাজ করার সময় সতর্ক থাকতে হবে। যাতে কোথাও কেটে না যায়। (Pic Credit - Freepik)

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র। (Pic Credit - Freepik)