TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Jun 20, 2022 | 8:57 PM
শাহরুখ খান ও কাজলের সম্পর্ক নিয়ে বি-টাউনে প্রথম থেকেই কান পাতলে নানা গুঞ্জন সামনে উঠে আসতে দেখা যায়। তাঁদের সেই সমীকরণই নাকি বিন্দুমাত্র পছন্দ করেন না অজয় দেবগণ।
আর ঠিক সেই কারণেই তিনি কাজল ও শাহরুখের ছবিতে বারে বারে বাধা হয়ে দাঁড়িয়ে ছিলেন। সত্যি কি তাই! একবার এই মর্মে নিজেই মুখ খুলেছিলেন শাহরুখ খান। তিনি জানান, অজয়ের সঙ্গে তাঁর পরিবারের সম্পর্ক ঠিক কতটা গভীর।
ভুল বোঝাবুঝির জল্পনাতে জল ঢেলে শাহরুখ খান জানিয়ে ছিলেন, তার তিনটের সময়ও যদি কাজলকে প্রয়োজন পরে, তবে তিনি নিঃসন্দেহে অজয় দেবগণকে একটা মেসেজ করতে পারেন।
তাঁরা যেহেতু একই প্রফেশনে আছেন, তাই প্রয়োজন, কাজটা সকলেই বোঝেন। তাই অজয়ের কোনও অসুবিধেই হবে না। যখন কাজলের বাবা মারা গিয়েছিলেন, অজয় দেবগণ প্রথম ফোনটা করেছিলেন শাহরুখ খানকে।
শাহরুখ খান তখন বিমানবন্দরের পথে। সেই সময় অজয় দেবগণের মেসেজ পেয়ে তিনি চলে এসেছিলেন। অজয় স্পষ্ট শাহরুখ খানকে জানিয়ে ছিলেন, তিনিই প্রথম, যাঁকে এই খবরটা অজয় দেবগণ দিলেন। তিনি যেন চলে আসে তাড়াতাড়ি, কারণ কাজলের পাশে থাকাটা দরকার।