Bangla News Photo gallery If Shivling is at home then worship with this method, do not make these mistakes even by mistake
Shivling Puja: বাড়িতে শিবলিঙ্গ পুজো করেন? এতটুকু ভুল করলেই মিলবে রুদ্র রূপ ধারণ করেন মহাদেব
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 09, 2023 | 3:18 PM
Sawan 2023: শ্রাবণ মাসে শিবের বিশেষ আরাধনায় মত্ত থাকেন শিবভক্তরা। এই সময় গঙ্গার জল কলসে নিয়ে, কাঁধে করে বয়ে নিয়ে বাবার মাথায় জল ঢেলে অভিষেক করেন ভক্তরা। এই সময় বাড়িতে যেমন শিবের সেবা করা হয়, তেমনি মন্দিরে চলে উপাসনা। চলে উপোসও।
1 / 8
শুধু শ্রাবণ মাসেই নয়, অনেকেই বাড়িতে রোজ শিবলিঙ্গ পুডো করে মহাদেবকে তুষ্ট করার প্রচেষ্টায় থাকেন। প্রতিদিন জলাভিষেকও করে থাকেন তাঁরা। তবে শিব পুজো ও শিবের মাথায় জল ঢালার রয়েছে বেশ কিছু নিয়ম। বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে তার পুজো করার কিছু বিশেষ নিয়ম রয়েছে।
2 / 8
শিবের পূজায় এই নিয়মগুলি মেনে চলা বাধ্যতামূলক। মহাদেবকে পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে এক গ্লাস জল ও বেলপত্র নিবেদন করলে খুব তাড়াতাড়ি তাঁর ভক্তদের প্রতি সন্তুষ্ট হন মহাদেব। বাড়িতে শিবলিঙ্গ পুজো করার নিয়মগুলি কী কী , তা জেনে নিন একনজরে
3 / 8
আপনি যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে থাকলে নিয়মিত পূজা করুন। সময়ের অভাবে বা অন্য কোনও কারণে শিবলিঙ্গের জলাভিষেক করতে না পারলে বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না। যদি নিয়মিত শিবলিঙ্গের পুজো না করেন, তাহলে মহাদেবের ক্রোধের সম্মুখীন হতে পারেন। অশুভ প্রভাব পড়তে পারে পদে পদে।
4 / 8
বাড়িতে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন, তা যেন দৈর্ঘ্য বুড়ো আঙুলের বেশি না হয়। কারণ শিব পুরাণে বলা হয়েছে যে যদি বুড়ো আঙুলের চেয়ে বড় একটি শিবলিঙ্গ রাখেন তাহলে তার কুপ্রভাব পড়তে পারে জীবনে।
5 / 8
বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে মাথায় রাখবেন,জল সর্বদা উত্তর দিকে মুখ করে নিবেদন করা উচিত। ভুল করেও দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করে জল দেবেন না। উত্তর দিকে মুখ করে জল নিবেদন করলে ভগবান শিব এবং দেবী পার্বতী উভয়ের বিশেষ আশীর্বাদ পেতে পারেন।
6 / 8
স্টিলের পাত্রে কখনওই শিবকে জল অর্পণ করবেন না। কারণ এটি অশুভ বলে মনে করা হয়। সবসময় একটি তামার পাত্র থেকে ভগবান শিবকে জল নিবেদন করুন।
7 / 8
পিতলের হাঁড়িও ব্যবহার করা যেতে পারে। কিন্তু ভুলেও লোহার পাত্র ব্যবহার করবেন না।
8 / 8
মনে রাখবেন ভুল করেও শিবের রুদ্রমূর্তি ঘরে রাখবেন না। এমন ছবি রাখলে পরিবারের উপর কুপ্রভাব পড়ে, প্রতিটি বিষয় নিয়ে ঝগড়া ও সমস্যার সম্মুখীন হয়।